জেমিনি অ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘লাইভ’ সুবিধা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে ‘জেমিনি অ্যাডভান্সড’ সংস্করণের পাশাপাশি জেমিনির অন্যান্য সংস্করণ ব্যবহারকারীরাও নিজেদের ফোনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য বা পর্দায় থাকা তথ্য দ্রুত বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

চলতি মাসের শুরুতে ‘জেমিনি লাইভ’ সুবিধা উন্মুক্ত করে গুগল। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ‘জেমিনি অ্যাডভান্সড’ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি ধীরে ধীরে উন্মুক্ত করা হবে। তবে ব্যবহারকারীদের আগ্রহ এবং ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত বদলেছে গুগল। এ বিষয়ে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গুগল জানিয়েছে, জেমিনি লাইভের ক্যামেরা ও স্ক্রিন শেয়ার সুবিধার বিষয়ে ব্যবহারকারীদের সাড়া দেখে আরও বেশি মানুষের জন্য এটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুগলের তথ্যমতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে। যাঁদের ফোনে জেমিনি অ্যাপ ইনস্টল আছে, আপডেটের পর স্বয়ংক্রিয়ভাবে সুবিধাটি পাওয়া যাবে। সুবিধাটি কীভাবে কাজ করে, তা বোঝাতে একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওতে দেখা যায়, অ্যাকুয়ারিয়ামের সামনে ফোনের ক্যামেরা চালু করার পর জেমিনি তাৎক্ষণিকভাবে অ্যাকুয়ারিয়ামে থাকা মাছ বা উদ্ভিদ শনাক্ত করে সেগুলোর তথ্য জানাতে পেরেছে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

মাল্টিপ্লেক্সে ১১ থেকে ২৮, সিঙ্গেল স্ক্রিনে তিনগুন বাড়ল জংলির হল

ঈদের তিন সপ্তাহ পরও হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে আরও বাড়ছে শোর সংখ্যা।

মুক্তির পর থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠে সিয়াম আহমেদ অভিনীত জংলি। সব শো হাউসফুল যাচ্ছিল। অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় সপ্তাহে জংলির শো বাড়িয়ে দ্বিগুণ করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তৃতীয় সপ্তাহে এসে আরও বাড়ল প্রদর্শনীর সংখ্যা। আজ  থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ২১টি শো চলবে প্রতিদিন। এ ছাড়া যমুনা ব্লকবাস্টারে চার ও লায়ন সিনেমাসে তিনটি করে মাল্টিপ্লেক্সে মোট ২৮টি শো চলবে জংলি সিনেমার। যা শুরু হয়েছিল মাত্র ১১টি শো দিয়ে। 

শুধু মাল্টিপ্লেক্সেই নয়,সিঙ্গেল স্ক্রিনেও বরবাদের পর শুক্রবার থেকে সর্বোচ্চ হলে চলছে জংলি। প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, ‘মুক্তির শুরুতে জংলি সিঙ্গেল স্ক্রিনে মাত্র তিনটি হলে চলেছে। আজ থেকে দেশের ২১টি সিঙ্গেল স্ক্রিনে একযুগে চলবে জংলি। সিঙ্গেল স্ক্রিনের হিসেবে বরবাদের পরই এখন জংলি সর্বাধিক হলে চলছে।  আমার বিশ্বাস জংলির যে দর্শক চাহিদা দেখছি। তাতে পুরোনো অভিজ্ঞতা থেকে বলছি জংলি সত্যিই লম্বা রেসের ঘোড়া। আমি পরাণ পবেশনার দায়িত্বে ছিলাম। সে ছবির বেলায় এমন দেখেছি। আশা করি জংলিও পরাণের মতই আরেকটি হিট সিনেমা হতে যাচ্ছে।’

এদিকে তৃতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সে শাকিব খান অভিনীত বরবাদের শো চলছে  ৩৫টি। আর সিঙ্গেল স্ক্রিন রয়েছে শতাধিক। 

এদিকে জংলি সিনেমার আয়ের হিসাব প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, প্রথম ১৬ দিনে জংলির আয় প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। দেশে তুমুল চাহিদার মধ্যে ২৫ এপ্রিল থেকে বিদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। জংলি সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।

নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি এখন প্রতিটি পরিবারের সিনেমা হয়ে উঠেছে। তাদের এই ভালোবাসা কখনো ভোলার নয়। পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে; জংলি দেখে। আমরা নিশ্চিত যে আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।’

সম্পর্কিত নিবন্ধ