মির্জাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
Published: 18th, April 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুরে নিজ মেয়েকে (১১) ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা মোজাম্মেল হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনি সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলাজ মিস্ত্রীর ছেলে।
মোজাম্মেল হোসেন পরিবার নিয়ে উপজেলার গোড়াই এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানায়, মোজাম্মেল হোসেন পেশায় একজন সিএনজিচালক। তিনি তার স্ত্রী এবং একমাত্র শিশু কন্যাকে নিয়ে উপজেলার গোড়াই এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রী গোড়াই এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং মেয়ে একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ আরও জানায়, গত ২৫ মার্চ ঈদুল ফিতর উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মোজাম্মেলের মেয়ে বাসায় ছিল। ২৭ মার্চ শিশুটির মা সকালে কারখানায় যান ডিউটি করতে। এই সুযোগে মাদকাসক্ত মোজাম্মেল নিজের মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে বললে মেয়েকে প্রাণে মারার হুমকিও দেন তিনি। দু-একদিনের মধ্যে মেয়েটি তার মাকে শরীরের স্পর্শকাতর জায়গায় ব্যথার কথা বলে। মেয়েকে ওষুধ খাওয়ানোর পরও ব্যথা না কমায় মা জানতে চান তার কী সমস্যা হয়েছে। পরে মেয়েটি তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। বিষয়টি টের পেয়ে মেয়েটির বাবা মোজাম্মেল পালিয়ে যান।
গত ৫ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০), সংশোধন (২০২০) এর ৯(১) ধারায় তার স্বামী মোজাম্মেলকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ মোজাম্মেলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফেনি সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে।
‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ টি আবেদন জমা পড়ে।
আরো পড়ুন:
যানজটে স্বপ্ন ভঙ্গ কুবির এক ভর্তিচ্ছুর
কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে কুবিতে মানববন্ধন
চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা মো. নাঈম বলেন, “পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। প্রস্তুতি আরো ভালো করে নিলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আশাহত হইনি।”
আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, “পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নের মান স্ট্যান্ডার্ড ছিল। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাবো বলে আশা করা যায়।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।”
ঢাকা/এমদাদুল/মেহেদী