জিম্বাবুয়েকে ধবলধোলাই করা নিয়ে সিমন্সের ভিন্ন ভাবনা
Published: 18th, April 2025 GMT
প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন বাংলাদেশের চাওয়া থাকবে শুধু জয়। এটাই অনুমিত। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও এর বিকল্প নেই। এ নিয়ে কী ভাবছেন বাংলাদেশের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স?
সিলেটে সিরিজ শুরুর দুই দিন আগে শুক্রবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের কোচ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে সিরিজের আগেই ধবলধোলাই করা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তবে, এখানে ভিন্ন ভাবনাই প্রকাশ করেছেন সিমন্স।
তিনি বলেছেন, “আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব।”
“প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে,” এভাবেই বলেছেন সিমন্স।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল থেকে, চট্টগ্রামে।
সর্বশেষ জিম্বাবুয়ে বাংলাদেশে টেস্ট খেলেছিল ২০২০ সালে। মিরপুর শের-ই-বাংলায় সেবার ইনিংস ও ১০৬ রানের বড় ব্যধানে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলে প্রায় চার মাস আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সপ্তাহখানেক ধরে সিলেটে লাল বলের প্রস্তুতি নিচ্ছে লাল সবুজের দল। তাতে খুশি সিমন্স।
“প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।”
বাংলাদেশ কোচ বার্তা দিয়েছেন স্পোর্টিং উইকেটের। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো বিশেষ উইকেট বানিয়ে জিততে চান না তিনি।
“আমাদের পরিকল্পনা আছে প্রোপার উইকেট প্রস্তুত করার। আমরা টেস্ট দলটাকে যেদিকে নিয়ে যেতে চাই, ওরকম খেলতে চাই। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এজন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নাই।”
“প্রোপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। আমরা ওখানে গিয়েছি আজ। উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে। আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়”, বলেছেন ফিল সিমন্স।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স মন স আম দ র প রথম উইক ট
এছাড়াও পড়ুন:
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় কোনো উপহার চান না তিনি। তার সবচেয়ে বড় চাওয়া, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে যেন জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ক্যারিবিয়ান কিংবদন্তির ৬২তম জন্মদিন কাটছে ব্যস্ততায়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সকালে মুশফিক-মুমিনুলদের নিয়ে ছিলেন ব্যস্ত। অনুশীলন করিয়েছেন। এরপর এসেছেন সংবাদ সম্মেলনে। সেখানেই সাংবাদিকরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেখানেই টাইগারদের প্রধান কোচ ‘বিশেষ’ এক উপহারও চেয়ে বসেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
চার মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি টিম ম্যানেজমেন্ট। তবে বাস্তববাদী এই ক্যারিবিয়ান কোচ ধবলধোলাই কিংবা বড় স্বপ্নে বিশ্বাসী নন। তার দৃষ্টি এখন কেবল প্রথম টেস্টের দিকেই। সিমন্স বলেন, ‘ধবলধোলাইয়ের কথা ভাবছি না। একটা ম্যাচ করে এগোতে চাই। প্রথম টেস্টটা জিতলে তারপর সিরিজ জয় নিয়ে চিন্তা করব। আগে চাই প্রথম দিনের আধিপত্য।’
সফরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরের ম্যাচটি মাঠে গড়াবে চট্টগ্রামে, ২৮ এপ্রিল থেকে। লাল বলের সিরিজ হলেও বৃষ্টির শঙ্কা রয়েছে সিলেট পর্বে। তাই কোচ সিমন্সকে তার কাঙ্ক্ষিত জন্মদিনের উপহারের জন্য হয়তো অপেক্ষা করতে হতে পারে তিন-চার কিংবা পাঁচ দিনও।
বাংলাদেশ ও জিম্বাবুয়ে এর আগে মোট ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। টাইগাররা জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ে ৭টিতে। বাকি ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২১ সালে, হারারেতে। যেখানে বাংলাদেশ জয় পেয়েছিল ২২০ রানে।