ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
Published: 18th, April 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ভবানীপুর-সুলেমানপুর এলাকায় ঘটনাটি ঘটে।
ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
আরো পড়ুন:
সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১
লক্ষ্মীপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
নিহত মিজান (৪১) সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সি বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেটার কর্মী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে মৌটুপী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর গ্রামের ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার গত বুধবার রাতে কথা কাটাকটি হয়। বিষয়টি মীমাংসার জন্য আজ শুক্রবার সকালে সালিশ বৈঠক বসে।
সালিশ চলাকালে বাদশা মিয়ার লোকজন মিজান মিয়ার ওপর হামলা চালায়। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিজানসহ অন্তত ৩১ জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, “গত মঙ্গলবার মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পার্শ্ববর্তী ভবানীপুর-সুলেমানপুর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।”
তিনি আরো বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রুমন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ন হত আহত
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের সাক্ষাৎকার প্রকাশ করবেন জোনাথন কার্ল
জোনাথন কার্লের পরবর্তী বইটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।
এবিসি সাংবাদিকের ‘রিট্রিবিউশন: ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড দ্য ক্যাম্পেইন দ্যাট চেইঞ্জড অ্যামেরিকে ইন দ্য ফল’ বইটি প্রকাশ করবেন। বইটি হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট প্রচারণার গভীরে আমাদের পর্দার আড়ালে আসা অসাধারণ মুহূর্তগুলি প্রকাশ করে, যা একজন ব্যক্তির প্রেসিডেন্টশিপের অবসান ঘটিয়ে অন্য একজনকে ক্ষমতায় ফিরিয়ে আনে।
এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জোনাথন কার্ল বইটির জন্য গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা জুড়ে ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করেননি যে ট্রাম্প নির্বাচনে জিতবেন এবং বইটি কেন ভুল ছিল তা অনুসন্ধান করবেন।
কার্লের প্রেসিডেন্ট সম্পর্কে পূর্ববর্তী তিনটি বই হলো– ফ্রন্ট রো অ্যাট দ্য ট্রাম্প শো (২০২০); বিট্রেয়াল: দ্য ফাইনাল অ্যাক্ট অফ দ্য ট্রাম্প শো (২০২১); এবং টায়ারড অফ উইনিং: ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড দ্য এন্ড অফ দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি (২০২৩)। একটি তারকাচিহ্নিত পর্যালোচনায়, কিরকাসের একজন সমালোচক লিখেছেন যে ‘টায়ারড অফ উইনিং’ বইটিতে ‘চমৎকার প্রতিবেদন এবং নিশ্চিত লেখা রয়েছে– একটি অশুভ সতর্কবাণী।’
নতুন এই বইয়ের প্রচ্ছদে ইভান ভুচির বিখ্যাত ছবি রয়েছে, যেখানে ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারের কাছে একটি সমাবেশে হত্যার চেষ্টার পর তার মুষ্টি উঁচিয়েছিলেন। ডাটন বলেছেন যে, বইটি অভূতপূর্ব রাজনৈতিক চক্রান্তের মোড়ের একটি গল্প, যেখানে দেখানো হয়েছে যে রাজনৈতিক ভাগ্যের পতন এবং পুনরায় উত্থানের সময় পর্দার আড়ালে কী ঘটেছিল এবং একটি নতুন দল যখন সম্পূর্ণ নতুন বিশ্বব্যবস্থা তৈরির লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে একত্র হয়েছিল।
চলতি বছর ২৮ অক্টোবর ‘রিট্রিবিউশন: ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড দ্য ক্যাম্পেইন দ্যাট চেইঞ্জড অ্যামেরিকে ইন দ্য ফল’ প্রকাশের তারিখ নির্ধারিত আছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও কারকাস রিভিউস