নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
Published: 18th, April 2025 GMT
জায়গাজমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে আবুল কাশেম (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুনশিং গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী এক নারীর সঙ্গে বিরোধ ছিল আবুল কাশেমের। গতকাল বিকেলে বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন গাছের ডাল দিয়ে আবুল কাশেমকে পিটুনি দেন। একপর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধের জেরে ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন, তাঁদের ধরতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
জায়গাজমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে আবুল কাশেম (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুনশিং গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী এক নারীর সঙ্গে বিরোধ ছিল আবুল কাশেমের। গতকাল বিকেলে বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন গাছের ডাল দিয়ে আবুল কাশেমকে পিটুনি দেন। একপর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধের জেরে ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন, তাঁদের ধরতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।