Risingbd:
2025-04-19@09:41:35 GMT

কাজী সাবিনা শ্রাবন্তীর কবিতা

Published: 18th, April 2025 GMT

কাজী সাবিনা শ্রাবন্তীর কবিতা

অপ্রাপ্তি

যদি আমি চুপ হয়ে যাই, 
না লাগি তোর পিছে
অকারণ মিছে-মিছে
খুব কি ভালো লাগবে তোর?
কাটাবে সময়, কাটবে প্রহর!

মিছিলেও মানুষ একা হয়
না যদি থাকে মনের যোগ
আমি তোকে জ্বালাই
শুধু তোকেই জ্বালাই
দেখিনা আর কারো মুখ।

আরো পড়ুন:

রাজ মাসুদ ফরহাদের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আল মাহমুদের বাড়িতে জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার: ফারুকী

পৃথিবীতে কত কোটি মানুষ
আমি তো শুধু একটা মানুষ চাই
খুব কি বেশি চাওয়া?
তবে এই একটা মানুষ পেলেই
আমার হয়ে যায়
পুরো পৃথিবীটাই পাওয়া.

..


কান পেতে রই 


নামটি ধরে ডেকে আমায় চমকে দিবে
ভালোবাসার স্বপ্ন ঘোরে বিভোর হয়ে—
পথের পানে চেয়ে ছিলাম পাথর চোখে
যদি তুমি ভুল করে যাও অন্য পথে!
তাও তুমি ভুল করেছো 
করলে নাতো—

প্রহরগুলো নিরব কেমন,
মেঘলা আকাশ কান্না ভেজা 
গুমরে মরে প্রানের পাখি
দিশেহারা তোমায় ছাড়া

কেমন আছো কেমন আছো প্রাণের সখা?
তোমার চোখের স্বপ্নগুলো 
তেমনি করেই এগিয়ে চলে?
যেমনি করে আমার স্বপ্নে 
এঁকেছিলো একটি রেখা।

এখন আমি একা পথে
একা একা চলতে চলতে 
কোথায় যেনো হারিয়ে গেলো
তোমায় নিয়ে স্বপ্ন দেখা।
….

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল রোকেয়ার

কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার সমকালকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। শনিবার দুপুরে মরদেহ পরিবারের করা হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ