ফরিদপুরে হা-মীম গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন মসজিদে অনুদান দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০টি মসজিদের উন্নয়নে এ অনুদান দেওয়া হয়।

হা-মীম গ্রুপের পক্ষে এ অনুদান দেন হা-মীম গ্রুপ চেয়ারম্যান মোতালেব হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আক্কাস প্রামানিক, রাফিজুল খান, আবুল কালাম ও মো.

রুবেল।

ফরিদপুর পৌরসভা, ঈশান গোপালপুর ইউনিয়ন, অম্বিকাপুর ইউনিয়ন, চর মাধবদিয়া ইউনিয়ন, ডিক্রিরচর ইউনিয়ন ও কৈজুরি ইউনিয়নের প্রায় ৪০টি মসজিদের উন্নয়নে হা-মীম গ্রুপ এ অনুদানের অর্থ দেয়। হা-মীম গ্রুপ অসহায় দুস্থ মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই সঙ্গে এ অঞ্চলের মানুষের ও সমাজের উন্নয়ন কাজ করে চলছে।

কৈজুরী ইউনিয়নের আকইন ক্লাব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মজিবর রহমান বলেন, এ মসজিদ একটি নির্মাণাধীন মসজিদ। হা-মীম গ্রুপের পক্ষ থেকে এই অনুদান পেয়ে মসজিদের পরিপূর্ণ কাজের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। হা-মীম গ্রুপ ফরিদপুরসহ সারা দেশেই মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অনুদান দিয়ে থাকেন। 

হা-মীম গ্রুপের ফরিদপুর অফিস প্রতিনিধি রাফিজুল খান বলেন, হা-মীম গ্রুপের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক মসজিদের জন্য অনুদান বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে দেওয়া হবে। এখন পর্যন্ত সদর উপজেলার ছয়-সাতটি ইউনিয়নের ৪০টি মসজিদে অনুদান দেওয়া হয়েছে। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: অন দ ন অন দ ন দ উপজ ল র মসজ দ র

এছাড়াও পড়ুন:

ফেসবুকের বন্ধুতালিকা ‘রিসেট’ করার ভাবনা ছিল জাকারবার্গের

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতা নস্যাৎ করে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে চলছে মেটার বিরুদ্ধে বহুল আলোচিত মামলার বিচার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সোমবার এই মামলায় সাক্ষ্য দেন। শুনানিতে আদালতে উপস্থাপন করা হয় মেটার অভ্যন্তরীণ কিছু ই–মেইল, যেখানে উঠে আসে এক সময় সবাইকে ফেসবুকে বন্ধু তালিকা ‘শূন্য’ থেকে শুরু করতে বাধ্য করার এক অভিনব প্রস্তাব।

২০২২ সালে পাঠানো একটি ই–মেইলে জাকারবার্গ লেখেন, বন্ধু তৈরিতে দ্বিগুণ জোর। সবাইকে তাঁদের বন্ধুতালিকা (গ্রাফ) মুছে দিয়ে নতুন করে শুরু করতে দেওয়ার কথা ভাবা যেতে পারে। বিশ্লেষকেরা বলছেন, কিশোর-তরুণ ব্যবহারকারীদের মধ্যে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দ্রুত বাড়ায় ফেসবুকের ব্যবহার কমছিল। এই প্রেক্ষাপটে ফেসবুকে ব্যবহারকারীদের সক্রিয়তা বাড়াতে নতুন কিছু ভাবনার অংশ হিসেবেই জাকারবার্গ ওই প্রস্তাব দেন বলে ধারণা করা হচ্ছে।

তবে মেটার অভ্যন্তরেই প্রস্তাবটি নিয়ে আপত্তি ওঠে। ফেসবুক বিভাগের প্রধান টম অ্যালিসন ই–মেইলের জবাবে লেখেন, আপনার প্রস্তাবিত প্রথম বিকল্পটি (বন্ধু সংযোগে জোর) আমার কাছে বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। ইনস্টাগ্রামে বন্ধু সুবিধাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি অকার্যকর হলে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জাকারবার্গ আরও একটি বিকল্প প্রস্তাব করেছিলেন। ফেসবুককে বন্ধুভিত্তিক মাধ্যমের বদলে অনুসরণভিত্তিক (ফলোয়ার) মাধ্যমে রূপান্তর করার চিন্তা ছিল তাঁর। যদিও এসব প্রস্তাব বাস্তবায়ন হয়নি, তবে অভ্যন্তরীণ যোগাযোগে উঠে আসা এসব ভাবনা থেকে প্রযুক্তি মাধ্যমটি ভবিষ্যতে কোন পথে হাঁটতে চায়, তার একটা ইঙ্গিত স্পষ্ট হয়।

মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ২০২০ সালে মেটার বিরুদ্ধে এই প্রতিযোগিতা-বিরোধী মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যমের বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার জন্য পরিকল্পিতভাবে প্রতিযোগীদের ঠেকিয়ে দিয়েছে। এফটিসির ভাষ্য, সম্ভাবনাময় প্রতিযোগীরা যখন জনপ্রিয় হয়ে উঠেছিল, তখন মেটা তাদের সঙ্গে প্রতিযোগিতার বদলে কিনে নিয়ে সেই ‘হুমকি’ দূর করেছে। এভাবে প্রতিষ্ঠানটি উদ্ভাবনশীল মাধ্যমগুলোকে হুমকিস্বরূপ মনে করে অধিগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাবিরোধী একক আধিপত্য গড়ে তুলেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ