নেদারল্যান্ডসে চলছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ প্রদর্শনী
Published: 18th, April 2025 GMT
নেদারল্যান্ডসের আমস্টারডামে চলছে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক প্রদর্শনী। আমস্টারডাম বেয়ার্স ভ্যান বারলেজে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এই আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়।
বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা এবং বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন ছাড়াও বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপের মূল উদ্দেশ্য। আমস্টারডামে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)।
এবারের আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে পিডিএস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ ও কেডিএস গ্রুপ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষও (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহায়তা করছে।
বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। গতকাল আমস্টারডাম বেয়ার্স ভ্যান বারলেজে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব স ট অব ব
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল রোকেয়ার
কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া আক্তার সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার সমকালকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। শনিবার দুপুরে মরদেহ পরিবারের করা হস্তান্তর করা হয়েছে।