মানুষ একে অপরের আয়না স্বরূপ। যদি কেউ ভালো ব্যবহার করে, তবে অন্যরাও তার সঙ্গে ভালো ব্যবহারই করবে। তার দেহের অঙ্গে তার সুন্দর প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং সে পরিতৃপ্ত ও সন্তুষ্ট থাকবে। সব সময় তার মনে হবে, সে বন্ধুবৎসল পরিবেশে জীবন যাপন করছে।

কিন্তু কেউ মন্দ ব্যবহার করে এবং আচরণে রুক্ষতা দেখায়, তখন অন্যরাও তার সঙ্গে মন্দ ব্যবহার করে। যে ব্যক্তি শিষ্টাচার বজায় রাখে না, তার সঙ্গে শিষ্টাচার করা হয় না। ভালো স্বভাব-চরিত্রের মানুষ আত্মিক প্রশান্তি অর্জন করে এবং যাবতীয় অহেতুক পেরেশানি, বিপদ ও সমস্যা থেকে দূরে থাকে। সর্বোপরি উত্তম চরিত্র ধারণ করা একটি ইবাদত, রাসুল (সা.

) এ-বিষয়ে বেশ তাগিদ দিয়েছেন।

আল্লাহ বলেছেন, ‘ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ-কাজের আদেশ দাও এবং মূর্খ-জাহেলদের থেকে দুরে থাকো।’ (সুরা আরাফ, আয়াত: ১৯৯)

আরও পড়ুনভালো প্রতিবেশী আল্লাহর প্রিয়জন১৩ এপ্রিল ২০২৫

কোরআনের অন্য একটি আয়াতে আছে, ‘(হে নবী,) আল্লাহর আশীর্বাদে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। যদি আপনি রাগত মুখ ও কঠিন হৃদয় হতেন, তাহলে তারা আপনার থেকে সটকে পড়ত। তাই তাদের ক্ষমা করে দিন, তাদের জন্য ক্ষমাপ্রার্থী হোন করুন এবং কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। এরপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহর ওপর ভরসা করুন। আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)

রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের সবার মধ্যে আমার প্রিয় সেই ব্যক্তি, যার চরিত্র ভালো, যে বিনয়ী স্বভাবের, যে মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। আর সবচেয়ে অপ্রিয় আমার কাছে সেই ব্যক্তি, যে ঝগড়ায় জড়ায়, পরস্পর সুসম্পর্ক রাখে এমন লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ভালো মানুষের দোষ খুঁজে বেড়ায়। (তাবরানি, হাদিস: ৭,৬৯৭; আল-মুজামুস সগির, হাদিস: ৮৩৫, আত-তারগিব, হাদিস: ২,৬৫৮)

 সূত্র: আসআদু ইমরাআতিন ফিল আলাম, আয়েয আল-কারনি

 অনুবাদ: মনযূরুল হক

আরও পড়ুনজিভের জড়তা কাটাতে মুসা (আ.) যে প্রার্থনা করেছিলেন০৮ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র আল ল হ

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

সম্পর্কিত নিবন্ধ