রাজধানীর শেওড়াপাড়ায় একটি গলির মুখে চাপাতি ঠেকিয়ে রিকশার যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাকিল ও তার সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের আড়াই হাজার টাকাও পাওয়া গেছে। তার মোটরসাইকেলটিও পুবাইল এলাকা থেকে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের এ ঘটনায় মিরপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। ছিনতাইয়ের ঘটনাটি পাশের ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ছিনতাইকারী রিকশায় থাকা তরুণীর স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। 

ভিডিওতে দেখা যায়, পশ্চিম শেওড়াপাড়ায় একটি গলির মুখে রিকশাযাত্রী তরুণ-তরুণীকে অস্ত্রের মুখে গতিরোধ করে মোটরসাইকেলের আসা তিন ছিনতাইকারী। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দু’জন মোটরসাইকেল থেকে নেমে আসে। সাদা শার্ট পরা ছিনতাইকারী কোমর থেকে চাপাতি বের করে তরুণীর দিকে তেড়ে যায় ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা আরেকজন তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ও কালো রঙের ব্যাগটি ছিনিয়ে নেয়। ফুটেজে দেখা যায়, ভেতর থেকে সব কিছু বের করে ব্যাগটি ভুক্তভোগীদের দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এর পর মোটরসাইকেলে উঠে চলে যায়।

এ বিষয়ে ঢাকার মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, ভুক্তভোগী তরুণ-তরুণী সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা ওই রাতে আত্মীয়ের বাসা থেকে বাসায় ফিরছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

সম্পর্কিত নিবন্ধ