পুলিশ হেফাজত থেকে পালানো ‘জলদস্যু’ গ্রেপ্তার
Published: 18th, April 2025 GMT
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রফিক উল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রফিক উল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া নোনাবাড়ি এলাকার মফিজুর রহমান বলির ছেলে। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তিনি জলদস্যু বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী অস্ত্র মামলার আসামি রফিক উল্লাহ ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। ১৫ এপ্রিল তাঁকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দিন দুপুরে দায়িত্বরত দুই পুলিশ কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রফিক উল্লাহ। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয় চট্টগ্রাম নগর পুলিশের দুই কনস্টেবল মো.
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, মামলার পর পাঁচলাইশ থানা-পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু রফিক উল্লাহকে গ্রেপ্তার করেছে। তাঁকে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুলিশ হেফাজত থেকে পালানো ‘জলদস্যু’ গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রফিক উল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রফিক উল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া নোনাবাড়ি এলাকার মফিজুর রহমান বলির ছেলে। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তিনি জলদস্যু বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী অস্ত্র মামলার আসামি রফিক উল্লাহ ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। ১৫ এপ্রিল তাঁকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দিন দুপুরে দায়িত্বরত দুই পুলিশ কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রফিক উল্লাহ। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয় চট্টগ্রাম নগর পুলিশের দুই কনস্টেবল মো. আবদুল ও মো. মামুনকে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, মামলার পর পাঁচলাইশ থানা-পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু রফিক উল্লাহকে গ্রেপ্তার করেছে। তাঁকে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে।