আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদান
Published: 18th, April 2025 GMT
দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আমানত সংগ্রহে সেরা কর্মকর্তাদের মাঝে পুরস্কার স্বরুপ ধন্যবাদ ও চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে ৮টি ক্যাটাগরিতে সেরা ২৪ জন কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ প্রণোদনা প্রদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো.
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন এবং শীর্ষ নির্বাহীবৃন্দ।
দুই মাসব্যাপী ক্যাম্পেইনে আমানত সংগ্রহে বিশেষ কৃতিত্বের জন্য ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মোট ২৪ কর্মকর্তাকে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি আমানত সংগ্রহের ক্ষেত্রে নতুন নতুন ধারণা ও কৌশল প্রয়োগের মাধ্যমে ডিপোজিট মিক্স আপের উন্নয়ন এবং রিটেইল ডিপোজিট বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। এসময় তিনি এসএমই বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন। শরীয়াহ্ পরিপালনে একাগ্রতা ও নিষ্ঠা এবং গ্রাহক সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
ঢাকা/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।