Risingbd:
2025-04-19@09:04:19 GMT

‘জীবনে বিয়ে একবার করতেই চাই’

Published: 18th, April 2025 GMT

‘জীবনে বিয়ে একবার করতেই চাই’

ভারতীয় বাংলা সিনেমার এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী রাজনন্দিনী পাল। ২০১৬ সালে ‘প্রবাহিনী’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী ইন্দ্রাণীকন্যা। কেবল অভিনয় নয়, মায়ের সঙ্গে নাচও নিয়মিত চালিয়ে যাচ্ছেন রাজনন্দিনী।

২০১৮ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’ সিনেমায় ‘চন্দ্রাবতী দেবী’ চরিত্রে অভিনয় করেন। একই বছর ‘উড়ুনচণ্ডী’ সিনেমায় অভিনয় করেন। পরের বছরই সিনেমা থেকে বিরতি নিয়ে ‘পাঁচফোড়ন’-এর মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রাখেন পঁচিশের রাজনন্দিনী। এরপর এক বছর বিরতি নিয়ে ‘অসুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ফিরেন।

 

২০২১ সালে ‘পায়েশ’, ‘লকডাউন’ সিনেমায় অভিনয় করেন রাজনন্দিনী। একই বছর ‘টুরু লাভ’, ‘নকল হীরা’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। ২০২২-২৩ সালে ‘ছাদ- দ্য টেরেস’, ‘ওগো বিদেশিনী’, ‘ওহ লাভলী’ সিনেমায় যেমন অভিনয় করেন, তেমনি ‘সম্পূর্ণা’ ও ‘মিস্টার কলকাতা’ ওয়েব সিরিজেও দেখা যায় তাকে।

 

‘ওহ লাভলী’ সিনেমায় অভিনয় করে দারুণ নজর কাড়েন রাজনন্দিনী। একই সঙ্গে ‘সম্পূর্ণা’ ও ‘মিস্টার কলকাতা’ ওয়েব সিরিজের মাধ্যমেও প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সরব রাজনন্দিনীর অনুসারীর সংখ্যাও কম নয়। মাঝেমধ্যে সাহসী অবতারে ধরা দেন রাজনন্দিনী পাল। তার বোল্ড লুকে মুগ্ধ অনুরাগীরাও।

 

মা ইন্দ্রাণী সেরা বন্ধু রাজনন্দিনীর। কোনো কাজই মায়ের পরামর্শ ছাড়া করেন না। ব্যক্তিগত জীবনে একা রাজনন্দিনী। তবে মায়ের পছন্দে বিয়ে করতে চান। এসব তথ্য জানিয়ে এক সাক্ষাৎকারে রাজনন্দিনী বলেন, “আমি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। তাই জীবনে বিয়ে একবার করতেই চাই। আর মায়ের পছন্দের উপর আমার শতভাগ ভরসা রয়েছে।”

 

খানিকটা ব্যাখ্যা করে রাজনন্দিনী বলেন, “সবচেয়ে বড় বিষয়, মা আমাকে সবচেয়ে ভালোভাবে চেনে। আমার জন্য কোনটা ভালো, সেটাও কিন্তু সবচেয়ে ভালো আমার মা-ই জানে। তাই আমার জীবনসঙ্গী নির্বাচন করার দায়িত্ব মায়ের উপরই ছেড়ে দিয়েছি। আমি এখন কাজে পুরোপুরি নিমজ্জিত।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র জনন দ ন

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

সম্পর্কিত নিবন্ধ