Risingbd:
2025-04-19@09:04:16 GMT

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..

Published: 18th, April 2025 GMT

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষা খারাপ হওয়ায় সে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে  এসএসসি পরীক্ষা দিচ্ছিল।  

রিয়া’র পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো  ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার  পুলিশ  ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা 

ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা খারাপ হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার ধুর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, ওই শিক্ষার্থীর নাম রোমানা আফরোজ রিয়া (১৬)। সে গংগারহাট এমএএস উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবার নাম আব্দুর রফ মিয়া। 

স্থানীয় নুরুজ্জামাল মিয়া জানান, রিয়ার পরীক্ষাকেন্দ্র ছিল ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। ইংরেজি প্রথম প্রথমপত্রের পরীক্ষায় তেমন উত্তর খাতায় লেখতে না পারায় পরিবারের সদস্যদের বিষয়টি সে জানায়। পরিবারের লোকজন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ভালো করার জন্য পরামর্শ দেন। কিন্তু ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষাও আগের মতো খারাপ হওয়ায় হতাশ হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে মনের কষ্টে পরিবারের লোকজনের অজান্তে সে নিজ ঘরে গলায় ফাঁস নেয়।

গংগারহাট এমএএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক জানান, চলতি এসএসসি পরীক্ষায় নিয়মিত ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে রোমানা আফরোজ রিয়া মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। শুনেছি পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। এছাড়া এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না আমার জানা নেই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • শরীয়তপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত, ২ যুবককে কারাদণ্ড
  • হামাগুড়ি দিয়ে কেন্দ্রে এসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ইউনুস
  • মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন: প্রধান আসামি ও এক সহযোগী গ্রেপ্তার
  • বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে
  • এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা 
  • ফেনীতে কালবৈশাখীতে লন্ডভন্ড লোকজ মেলার মাঠ
  • দুচোখ ভরা স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টিহীন মহির
  • উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে
  • এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী কম, অনুপস্থিতিও বেশি, কারণ কী