কম্পিউটার বা ল্যাপটপে ফরম পূরণ বা তথ্য খোঁজার কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এজেন্ট আনতে যাচ্ছে মাইক্রোসফট। ‘কম্পিউটার ইউজ’ নামের এআই এজেন্টটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করতে সক্ষম হওয়ায় কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন কাজ দ্রুত করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

প্রাথমিকভাবে নিজেদের কোপাইলট স্টুডিও প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এআই এজেন্ট ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন কাজ করতে পারবে। এজ, ক্রোম ও ফায়ারফক্সসহ যেকোনো ব্রাউজারেও এটি ব্যবহার করা যাবে। এই এজেন্ট ব্যবহার করে বাজার বিশ্লেষণ, ইনভয়েস প্রক্রিয়াকরণসহ অন্যান্য প্রশাসনিক কাজও করা যাবে। এসব কাজের জন্য আলাদা করে এপিআই তৈরির প্রয়োজন হবে না।

মাইক্রোসফটের তথ্য মতে, কম্পিউটার ইউজ সুবিধায় উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এটি যেকোনো ত্রুটি বা পরিবর্তিত পরিস্থিতিতে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে ক্যাপচা বা ইন্টারফেস হঠাৎ পরিবর্তন হলেও কাজ করতে পারে এআই এজেন্টটি। কম্পিউটার ইউজ সুবিধায় প্রতিটি কাজের ইতিহাস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে এআই এজেন্টটি কোন সময় কী করেছে, তা সহজেই জানতে পারবেন।

এআই এজেন্টটির গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, কম্পিউটার ইউজ এআই এজেন্টের কোনো তথ্য মাইক্রোসফটের মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। মাইক্রোসফটের নিজস্ব সার্ভারে পরিচালিত হওয়ায় এজেন্টটি ব্যবহারের জন্য আলাদা যন্ত্রাংশেরও প্রয়োজন হবে না।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.