খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪
Published: 18th, April 2025 GMT
খুলনায় ডিবি পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় চার যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরীর বয়রা আজিজের মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ভাড়াটিয়ার ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ অনার্স শেষ বর্ষের মোঃ সালাউদ্দিন এবং একই কলেজের রিফাত পারভেজ রাফি।
ভুক্তভোগী ভাড়াটিয়া ইফতেখার জানান, তিনি অনলাইনে ক্রিপ্টো কারেন্সির ব্যবসা করেন। রাতে চারজন প্রথমে ডিবি পরিচয়ে তার ঘরে ঢোকে। তাকে একটি ঘরে আটকে মারধর করতে থাকে এবং অনলাইনে জুয়ার কারবারি হিসেবে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। এ সময় ওই চারজন নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। তিনি বলেন, টাকা দিতে না পারায় আলমারি থেকে আমার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে নেয়। হঠাৎ লোকজন চলে আসলে আমি বেঁচে যাই।
স্থানীয়রা জানান, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদের বাড়িতে অনলাইনে জুয়া খেলা হচ্ছে এমন অভিযোগে চার যুবক সেখানে প্রবেশ করে। কিছু সময় পর মারধরের শব্দ পেয়ে আমরা বাড়িতে প্রবেশ করি। তখন ভাড়াটিয়ার কাছে অভিযোগ শুনে ওই চারজনকে আটকে রেখে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিই।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হুমায়ুন আহমেদ বলেন, তারা প্রথমে ডিবি পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। পরে সমন্বয়ক পরিচয় দিয়ে বাড়ির লোকজনকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ মালামালসহ তাদের আটক করে।
তিনি বলেন, তারা একেক সময়ে একেক ঠিকানা বলছে। তাদের সোনাডাঙ্গা থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।