মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
Published: 18th, April 2025 GMT
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী।
এসব তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন।
তিনি বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজন।
ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
আব্দুলাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত ম ধবপ র প কআপ
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে ১৭৮ রানের পুঁজি নিয়ে বিশ্বকাপের টিকিট পাবে কি বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে আজ জিতলেই ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। কিন্তু লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে চলমান এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ পায়নি নিগার সুলতানার দল। ৫০ ওভার খেলেও ৯ উইকেটে ১৭৮ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
বাছাইপর্বে এর আগে নিজেদের চার ম্যাচেই তিনটিতেই আগে ব্যাট করে দুইশোর্ধ্ব সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৬ তুলে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় সংগ্রহের রেকর্ডও গড়েছে নিগারের দল। কিন্তু আজ ব্যাটিংয়ের শুরুতে ও শেষে ভালো করতে পারেনি মেয়েরা। পাঁচে নামা রিতু মনির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭৬ বলে ৪৮ রানের ইনিংস। ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬.৪ ওভারের মধ্যে ২১ রানে প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকে হারায় বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা (৭ বলে ০) ও দিলারা আক্তার (১৩) ৫.১ ওভারের মধ্যে দলীয় ১৯ রানে ফিরে যান। ইনফর্ম অধিনায়ক নিগার পরের ওভারে ব্যক্তিগত ১ রানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে রিতু ও শারমিনের ৪৪ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। ব্যক্তিগত ২৪ রানে শারমিন ১৮তম ওভারের শেষ বলে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৫। নাহিদাকে নিয়ে পঞ্চম উইকেটে ৪৪ রানের আরও একটি জুটি উপহার দেন রিতু মনি। ৩২তম ওভারে নাহিদা ব্যক্তিগত ১৯ রানে আউট হওয়ার প্রায় সাত ওভার পর রিতুও আউট হন।শেষ দিকে ফাহিমা ও জান্নাতুলের ১৬ রানের জুটি এবং শেষ উইকেট জুটিতে মারুফাকে নিয়ে অবিচ্ছিন্ন ১২ রানের জুটি গড়েন ফাহিমা।
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে হারলেও বিশ্বকাপের মূলপর্বে ওঠার সুযোগ থাকছে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আজ বিকাল ৩টায় শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচে। এ ম্যাচে থাইল্যান্ড জিতলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নষ্ট হবে, এগিয়ে থাকবে বাংলাদেশই। তবে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হারার পর ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডকে হারায়, তাহলে সমীকরণ ভিন্ন।
তখন নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে, এখন আজ শেষ দিনে বাংলাদেশকে টপকে যেতে হলে পয়েন্ট সমান করার পর জয়ের ব্যবধানও বড় রাখতে হবে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দুইয়ে বাংলাদেশ (১.০৩৩)। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ওয়েস্ট ইন্ডিজ (–০.২৮৩)।