সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক চেয়ারম্যান। ঋণের নামে এ ব্যাংক থেকে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো.

মাহফুজ ইকবাল গতকাল বৃহস্পতিবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের আবেদন করা হয়। প্রভাব খাটিয়ে তা মঞ্জুর ও পরে টাকা তুলে আত্মসাৎ করা হয়। এই ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিং নামের কাগুজে প্রতিষ্ঠান। ব্যবসার চলতি মূলধনের জন্য ঋণ নেওয়া হলেও টাকা ভিন্ন খাতে খরচ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, হাজী আবু কালাম, ইউনুছ আহমদ, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, মো. শাহ আলম, রোকসানা জামান চৌধুরী, বশির আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, ক্ল্যাসিক ট্রেডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলম, ইমিনেন্ট ট্রেডিংয়ের মালিক শেখ ফুরকানুল হক চৌধুরী, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজীজ, মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছাবাহল আলম, ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আরফানুল ইসলাম, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আনিছুল ইসলাম, সাবেক এফএভিপি ও ব্যবস্থাপক (পরিচালন) আনিসুর রহমান এবং সাবেক সিনিয়র অফিসার মুনতাকা মুহাম্মদ সাইয়্যিদ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

সীমান্ত ব্যাংকে নিয়োগ, বয়স ৪০–এ আবেদন

সীমান্ত ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাসটেইনেবল ফাইন্যান্স (পিও-এফএভিপি) বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগের আবেদন ১৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের। আবেদন অনলাইনে করতে পারবেন আগ্রহীরা।

ব্যাংকের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

বিভাগের নাম: সাসটেইনেবল ফাইন্যান্স (পিও-এফএভিপি)

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন

আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন১২ এপ্রিল ২০২৫

আবেদনের বয়স: ৪০ বছরের মধ্যে হতে হবে

আবেদনের যোগ্যতা—

*বিবিএ অথবা স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে

*ন্যূনতম ৫-৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৫

**আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুননদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে নিয়োগের সুযোগ১২ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সীমান্ত ব্যাংকে নিয়োগ, বয়স ৪০–এ আবেদন