ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কারাগারে স্বামীকে দেখে ফেরার পথে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, এক তরুণী ঢাকা থেকে কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বুধবার রাত ৮টার দিকে কারাগারের সামনে থেকে একটি সিএনজিতে উঠেন। সিএনজিতে আগে থেকে থাকা দুজন নারী যাত্রী কিছু দূর যাওয়ার পর নেমে যান। এরপর সিএনজিতে উঠানো হয় ২-৩ জন পুরুষ যাত্রীকে। চালক ও যাত্রীরা কৌশলে ভুক্তভোগীকে ঘুরিয়ে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে তাকে রাতভর ধর্ষণ করেন। এরপর ধর্ষণকারীরা বৃহস্পতিবার ভোররাতে তাকে রেখে পালিয়ে যান।

তরুণীটি আশপাশের লোজনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘তরুণীর কাছ থেকে আমরা অভিযোগ নিয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও আসামি শনাক্ত করার চেষ্টা চলছে। পরে তরুণীর মেডিকেল চেকআপ করে তদন্তপূর্বক মামলা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হ্যাটট্রিক জয়ের পর মিলল হারের স্বাদ

ব্যাটিং ব্যর্থতার ফল হাতে নাতে পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে ২২৮ রানের লক্ষ্য দেয় নিগার সুলতানা জ্যোতির দল। তাড়া করতে নেমে ২৪ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ।

চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে জিতলে বাংলাদেশ পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের দিকে।

আরো পড়ুন:

প্রথমবার সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরসঙ্গী হচ্ছেন নারী ক্রীড়াবিদরা

তানভীরের ঘূর্ণির পর সাইফ-সৌম্যর ব্যাটে মোহামেডানের হার 

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫১ রান নিয়ে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চিনেল্লে হ্যানরি। এ ছাড়া স্ট্যাফাইন টেলর ৩৬, হ্যালি ম্যাথুজ ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৯ ওভারে ৩৮ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মারুফা আক্তার।

এর আগে বাংলাদেশের প্রথম উইকেট চলে যায় ১৬ রানে। এরপর শতাধিক রানের জুটি। তবুও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল। ২ উইকেটে ১৩৪ থেকে বাংলাদেশ থামে ২২৭ রানে।

শুরুতেই ফেরেন সোবহানা মোস্তারি (৬)। প্রথম উইকেটের পতনের পর ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক-শারমিন আক্তার। ফারজানা ৪২ রানে আউট হলে ভাঙে জুটি।

ফারজানার আউটের পর ফেরেন ফিফটি হাঁকানো শারমিন আক্তারও। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। এরপর শুরু হয় উইকেটের মিছিল। কোনো ব্যাটারই লম্বা ইনিংস খেলতে পারেননি।

শেষ দিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খানের (২৩) ব্যাটে ভর করে দুইশ পার করতে পারে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৫ রান করেন। ১৫ রান আসে রিতু মণির ব্যাট থেকে। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর পেরোতে পারেনি।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আলিয়াহ অ্যালিয়েন। এছাড়া ২ উইকেট করে নেন হ্যালি ম্যাথুস-আফি ফ্লেচার।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত নিবন্ধ

  • ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে
  • ‘ও’ পজিটিভের বদলে ‘বি’ পজিটিভি রক্ত পুশ, রোগীর মৃত্যু
  • গাজীপুরে ফেসবুকে পোস্ট দিয়ে কারখানাতেই শ্রমিকের ‘আত্মহত্যা’, ছুটি ঘোষণা
  • বাগদান সারলেন ঋতাভরী
  • দশমিনায় গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
  • মোহামেডানের হোঁচটের দিনে আবাহনীর জয় 
  • কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি
  • হ্যাটট্রিক জয়ের পর মিলল হারের স্বাদ
  • বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেপ্তার