সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় শহরের আলফাত স্কয়ারে এসে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। দুপুর ১২টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলে। এ সময় ‘ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানব না’, ‘ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না’ প্রভৃতি স্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মেডিকেল থেকে বের হওয়ার সময় হয়ে গেছে অনেকের। অথচ ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা হচ্ছে না। ২০২২ সালে এই হাসপাতাল পরিপূর্ণ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে ২০২৫-এর জুন পর্যন্ত নেওয়া হয়। এখন বলা হচ্ছে ২০২৬ সালে কাজ শেষ হবে। সুনামগঞ্জ হাসপাতাল ও মেডিকেল কলেজের বিশাল কমপ্লেক্সের কাজ প্রায় শেষ। সামান্য কাজের জন্য বারবার সময় চাওয়া হয়, যা তাদের জন্য ক্ষতিকর। সুনামগঞ্জ সদর হাসপাতালের অবস্থাও ভালো নয়। এ ছাড়া ১৫ কিলোমিটার দূরে সুনামগঞ্জ শহরে এসে ক্লিনিক্যাল ক্লাস করার জন্য কোনো পরিবহনের ব্যবস্থা নেই তাদের। এ অবস্থায় নিরুপায় হয়ে বিপন্ন শিক্ষাজীবন রক্ষায় আন্দোলনে নেমেছেন তারা। ওয়ার্ড ও হাসপাতাল চালু, নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা এবং সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাটোরে জুই হত্যার বিচার দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের
নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আরা জুঁইকে (৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেওয়ার ঘটনায় খুনিদের বিচার দাবিতে সরকারি তিতুমীর কলেজে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় মুল ফটকের সামনে সরকারি তিতুমীর কলেজের নাটোর জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, জুই হত্যার বিচার প্রক্রিয়া ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে এবং ধর্ষককে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। আছিয়া থেকে শুরু করে জুই পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার অতিদ্রুত সম্পন্ন করতে হবে।
তারা আরো বলেন, শিশুটির মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দিয়েছে খুনিরা। দেশে আজ কোন মানুষই নিরাপদ নয়। বড়-ছোট এমন কি শিশু বাচ্চারাও নিরাপদ নয়। কিছুদিন আগে আছিয়ার মৃত্যুর ক্ষত না শুকাতেই নাটোরে বড়াইগ্রামে শিশু কন্যা জুঁইকে বর্বরভাবে হত্যা করা হলো। আছিয়ার হত্যার বিচার যদি হত, তাহলে আজ আর জুঁইকে এভাবে মৃত্যুবরণ করতে হত না।
মানববন্ধনে অন্যদের মাঝে বক্তব্য দেন, তিতুমীর কলেজের নাটোর জেলা ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা মামুন মজুমদার, সভাপতি মো. রিপন আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আবিদ প্রমুখ।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে দাদার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জুঁই। এরপর থেকে তার সন্ধান পাচ্ছিলেন না পরিবারের লোকজন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রামপুর বিলের ভুট্টা ক্ষেতে জুঁই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। এ সময় তার মুখে পোড়া ক্ষত চিহ্ন ও পরনের প্যান্ট গলায় পেঁচানো ছিল।
নিহত জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঢাকা/হাফছা/মেহেদী