সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার
Published: 17th, April 2025 GMT
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানকে সাধারণ ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। অবিভাজিত সম্পদ ফেরত দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। এর পর সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বৈঠকে উত্থাপিত দু’দেশের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান। আর ঢাকা জানিয়েছে, এসব বিষয় সমাধান করার এখনই উপযুক্ত সময়।
ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের নেতৃত্বে উভয় দেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বসে। শেষ হয় দুপুর ১টার পর। এর পর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন আমনা বালুচ। একই দিন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
গণহত্যার জন্য ক্ষমা
প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি তুলেছে বাংলাদেশ। পাকিস্তান এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছে। এ ছাড়া ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ, তবে এ নিয়ে আরও আলোচনা হবে। মুক্তিযুদ্ধের পর আটকে পড়া তিন লাখ ২৫ হাজার পাকিস্তানিকে ফেরত নেওয়ার আহ্বানও জানিয়েছে ঢাকা।
তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন। এ জন্য একযোগে কাজ করতে হবে।
পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জসীম উদ্দিন বলেন, এমন বৈঠক নিয়মিত হওয়ার কথা ছিল। কিন্তু দেড় দশক পর হলো। তাই এক বৈঠকেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি না। তবে পাকিস্তান আলোচনায় সদিচ্ছা দেখিয়েছে।
শিল্প-বাণিজ্য-কৃষি
বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ঢাকা-ইসলামাবাদ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর জোর দিচ্ছে। পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহজ, শুল্ক বাধা দূর এবং বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জসীম উদ্দিন বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বন্যা প্রতিরোধে দু’দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড.
পরিবহন
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সম্প্রতি দু’দেশের মধ্যে সরাসরি নৌ যোগাযোগ (শিপিং রুট) চালু হয়েছে। পুনরায় সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির বিমান যোগাযোগ চালু করা সম্ভব হবে।
গাজা ইস্যু
বৈঠকে পূর্ব এশিয়ার দুই দেশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে তারা। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থনও চেয়েছে বাংলাদেশ।
শিক্ষা ও সংস্কৃতি
বৈঠকে উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। জসীম উদ্দিন জানান, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক জোরদারের বিষয়ও আলোচনায় এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকেই উৎসাহিত করা হয়েছে।
সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধানে জোর দিয়েছেন। বৃহস্পতিবার আমনা বালুচ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা জানান।
মুহাম্মদ ইউনূস বলেন, দু’দেশের মধ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের সেগুলো অতিক্রমের উপায় খুঁজে বের করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এপ্রিলের শেষে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি সবসময় পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। বিশেষ করে সার্ক কাঠামোর মধ্যে। বাংলাদেশ ও পাকিস্তান সার্ক, ওআইসি এবং ডি-৮ এর মতো বহুপক্ষীয় ও আঞ্চলিক ফোরামে একসঙ্গে কাজ চালিয়ে যাবে।
এ সময় এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঢাকায় এসে খুশি বালুচ
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বালুচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এর পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঢাকায় এসে আমি খুশি। আলোচনা খুব চমৎকার হয়েছে। বাংলাদেশের খাবার, এখানে কেনাকাটা কেমন হয়েছে– জানতে চাইলে বলেন, ‘খুব ভালো হয়েছে’।
ইসহাক দার ঢাকায় আসছেন ২৭ এপ্রিল
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরসূচিও চূড়ান্ত হয়েছে। তিনি ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: সহয গ ত ইউন স র ওপর
এছাড়াও পড়ুন:
নতুন মামলায় গতি পুরোনোতে স্থবির
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিচার ও তদন্ত কার্যক্রম স্থবির হয়ে আছে। ফলে এসব মামলার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এসব মামলায় গ্রেপ্তার হওয়া দেড় শতাধিক আসামি বিনা বিচারে কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন।
অন্যদিকে জুলাই-আগস্টে আন্দোলনের সময় সংঘটিত অপরাধের মামলার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ এখন পর্যন্ত ৩৪১টি অভিযোগ পেয়েছে। তদন্ত সংস্থা জড়িত তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ৪০ মামলার তদন্ত করছে।
অবশ্য জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের পাশাপাশি একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের বিচারও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সমকালকে বলেন, কারাগারে বন্দি লোকগুলো তো ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। অযথা একটা লোককে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে কেন আটকে রাখা হবে। তাদের ‘অ্যাকুইটাল’ (বিচারে খালাস) দিয়ে দিতে পারেন ট্রাইব্যুনাল।
জানতে চাইলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সমকালকে বলেন, সরকারের সিদ্ধান্ত না জেনে কিছু বলা যাবে না। তবে আইন নিজস্ব গতিতে চলবে।
মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারীদের বিচার করতে ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছর ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ বছরে ৫৫ মামলার রায়ে আসামি ছিলেন ১৬৯ জন। যার মধ্যে রায় হওয়ার আগেই মারা যান ১৮ জন; তাদের মধ্যে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৬ জন, পলাতক অবস্থায় মারা গেছেন দু’জন। আসামির মধ্যে দু’জন খালাস পেয়েছেন। যার মধ্যে একজন শিশু বিবেচনায়। বাকি সাজাপ্রাপ্ত আসামি ১৪৯ জন।
ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন ১০৬ জন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন ২৫ জন, যাবজ্জীবন সাজা পেয়েছেন ১২ জন এবং সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন ছয়জন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৯টি মামলা। ট্রাইব্যুনালের রায়ের পর সব আইনি প্রক্রিয়া শেষে শীর্ষ পর্যায়ের ৭ আসামির দণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে কার্যকর হয়েছে ছয়জনের মৃত্যুদণ্ড।
গত বছর রাজনৈতিক পালাবদলের পর গত ১৪ অক্টোবর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেখানে পুরোদমে শুরু হয়েছে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম। এরই মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ দেড় শতাধিক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এদিকে নতুন মামলার ভারে স্থবির হয়ে যায় একাত্তরে যুদ্ধাপরাধের পুরোনো মামলা। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের আগে ১১৩ জন সন্দেহভাজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ৩০টি মামলা বিচারাধীন ও তদন্ত সংস্থায় ২৫ মামলা তদন্তাধীন ছিল। অনুসন্ধানের অপেক্ষায় ছিল মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের চার হাজার অভিযোগ। গত বছর ৩০ মার্চ পর্যন্ত ৬০ সাজাপ্রাপ্ত আসামি বিভিন্ন কারাগারে আটক ছিলেন।
এদের মধ্যে ট্রাইব্যুনালের বিচারে ৪৫ জনকে মৃত্যুদণ্ড, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ছয়জনের বিচার ছিল চলমান। যাদের অধিকাংশ জামায়াত ইসলামীর নেতা। গণঅভ্যুত্থানের পর পাঁচজনকে জামিন দেওয়া হয়েছে। বর্তমানে একজনের বিচার চলমান।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৫৩টি আপিল চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। বেশ কয়েক বছর ধরে এসব আপিলের শুনানি হচ্ছে না। এর মধ্যে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এটিএম আজহারুল ইসলামের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আগামী ৮ মে সর্বোচ্চ আদালতে শুনানির অপেক্ষায় আছে।