মো. লেনিনের আড়াই একর জমিতে এবার মিষ্টিকুমড়া হয়েছে প্রায় ২৫০ মণ। গত বছরও তিনি প্রতিটি কুমড়া বিক্রি করেছেন ১৮-২০ টাকায়। এবার দাম পাচ্ছেন ৮-১০ টাকা করে। এতে করে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি হাওরের এই কৃষক। একই হাওরের অন্য কৃষকের অবস্থাও ভিন্ন নয়। তাদের অনেকের জমিতে পড়ে আছে পচে যাওয়া মিষ্টিকুমড়া।
বুধবার বড়িবাড়ি হাওরে তাজা মিষ্টিকুমড়ার স্তূপ দেখা যায়। পাশেই ফেলে রাখা অসংখ্য পচা মিষ্টিকুমড়া। চাষিরা জানিয়েছেন, বিপুল পরিমাণ মিষ্টিকুমড়া তাদের এবার বিক্রি করতে হচ্ছে পানির দামে। স্থানীয় পাইকাররা এসব কিনে অন্য জেলায় সরবরাহের জন্য ট্রাকে তুলছেন। 
কৃষক লেনিনের কথা, এবার দরপতনের কারণ কিছুটা বোঝা গেল। তিনি বলেন, এবার সব ধরনের শাকসবজির দামই অনেক কম ছিল। রোজা চলার মধ্যেই তাঁর জমির মিষ্টিকুমড়া আহরণের উপযোগী হয়। কিন্তু তখন বাজারে চাহিদা ছিল না বললেই চলে। এসব কারণ দেখিয়ে পাইকাররা এখন আগের দামে মিষ্টিকুমড়া কিনতে চান না। যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁর মতো সব কৃষক।
একই এলাকার কৃষক বিল্লাল মিয়ার কণ্ঠেও হতাশার সুর। সামান্য জমিতে প্রায় ৫০ মণ মিষ্টিকুমড়া ফলিয়েই বিপাকে পড়েছেন। বিক্রি করতে গিয়ে গতবারের অর্ধেক দাম পাচ্ছেন। 
লেনিনের ক্ষেত থেকে মিষ্টিকুমড়া কেনেন স্থানীয় পাইকার গোলাম কিবরিয়া। তিনি এবার ১০ টন মিষ্টিকুমড়া কিনেছেন। সেগুলো শ্রমিকের সহায়তায় ট্রাকে তুলছিলেন। গোলাম কিবরিয়ার ভাষ্য, কিশোরগঞ্জে যে পরিমাণ মিষ্টিকুমড়ার ফলন হয়, তা স্থানীয় বাজারে বিক্রি করা যায় না। প্রতি বছরই ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকেন। এবারও টাঙ্গাইলের আড়তে পাঠানোর জন্য তিনি ১০ টন কিনেছেন। 
এই ব্যবসায়ীর ভাষ্য, কৃষিপণ্যের দাম বেশি থাকলে কৃষকের যেমন লাভ হয়, ব্যবসায়ীদেরও ভালো লাভ হয়। এবার দাম এত কমে গেছে, লাভের হারও স্বাভাবিকভাবেই কমে যাবে।
বিটা ক্যারোটিনসমৃদ্ধ মিষ্টিকুমড়া দৃষ্টিশক্তির জন্য, বিশেষ করে রাতকানা রোগীদের জন্য উপকারী। এসব তথ্য জানিয়ে জেলা খামারবাড়ির সহকারী উপপরিচালক (শস্য) মো.

শাহীনুল ইসলাম জানান, বিভিন্ন বেসরকারি বীজ কোম্পানি এবার কৃষকদের উদ্বুদ্ধ করে মিষ্টিকুমড়ার প্রচুর আবাদ করিয়েছে। এতদিন কৃষক ভালোই দাম পাচ্ছিলেন। কিন্তু এ বছর, বিশেষ করে রবি মৌসুমে শাকসবজির প্রচুর ফলন হওয়ায় দামও পড়ে যায়। মিষ্টিকুমড়া আহরণের সময় রোজার মাস ছিল। বাজারে সরবরাহের তুলনায় বিক্রি খুবই কম হয়। এসবেরই প্রভাব পড়েছে মিষ্টিকুমড়ায়। তাই কৃষকরা প্রত্যাশা মতো দাম পাচ্ছেন না। ফলে অনেকে পরিপক্ব মিষ্টিকুমড়া জমিতে ফেলে রাখছেন। মাটির সংস্পর্শে এসব মিষ্টিকুমড়া পচে গেছে।
শাহীনুল ইসলামের ভাষ্য, স্থানীয়ভাবে ছয় মাস পর্যন্ত পরিপক্ব মিষ্টিকুমড়া সংরক্ষণ করা যায়। কিন্তু এবার বিপুল উৎপাদিত মিষ্টিকুমড়া রাখারও উপায় নেই কৃষকদের। কিশোরগঞ্জেও এ সবজি সংরক্ষণের হিমাগার বা বিকল্প ব্যবস্থা নেই।

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে: জেলেনস্কি

চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে মস্কোর জন্য সরাসরি সামরিক সহায়তার অভিযোগ করেছেন।

ইউক্রেনীয় নেতা এক সংবাদ সম্মেলনে জানান, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ার ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে। এ ব্যাপারে তিনি আগামী সপ্তাহে আরা বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ইউক্রেনে মস্কোর তিন বছরের যুদ্ধের সময় রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রেখেছিল। কিন্তু বেইজিং নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে এবং যুদ্ধে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

জেলেনস্কি বলেছেন, “অবশেষে আমাদের কাছে তথ্য এসেছে যে চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে। আমরা বিশ্বাস করি যে চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভূখণ্ডে কিছু অস্ত্র উৎপাদনে নিযুক্ত রয়েছে।”

চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স তাৎক্ষণিকভাবে চীনের কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য জানতে পারেনি।

অবশ্য গত সপ্তাহে যুদ্ধ সম্পর্কে মন্তব্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছিলেন, “আমি আবারও বলতে চাই যে চীন ইউক্রেনীয় সংকটের সূচনাকারী নয় এবং চীনও কোনো অংশগ্রহণকারী পক্ষ নয়। আমরা সংকটের শান্তিপূর্ণ সমাধানের দৃঢ় সমর্থক এবং সক্রিয় প্রচারক।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ওজন কমলেও ভুঁড়ি কেন কমে না
  • ভোক্তাস্বার্থ সুরক্ষা জরুরি
  • বাঘাইছড়িতে অক্সিজেন না পেয়ে শিশু মৃত্যুর অভিযোগ
  • দিনাজপুরে চাল সরবরাহে চুক্তিবদ্ধ না হওয়ায় ৩১৬ মিলের নিবন্ধন বাতিল
  • বাঘাইছড়িতে অক্সিজেন না পেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ পরিবারের
  • চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে: জেলেনস্কি
  • জুলাই অভ্যুত্থান পরবর্তী উৎসব–ভাবনা কেমন হবে
  • জলে কুমির, ডাঙায় বাঘের সঙ্গে ডাকাতেরও ভয়
  • পদ্মায় আবাস সংকটে মাছ