Prothomalo:
2025-12-14@07:33:19 GMT

এবার কি ভাগ্য ফিরবে অক্ষয়ের

Published: 17th, April 2025 GMT

কয়েক বছর ধরে সেভাবে সাফল্যের দেখা পাচ্ছেন না অক্ষয় কুমার। তাঁর অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশামতো ব্যবসা করতে পারছে না। ক্যারিয়ার নিয়ে শঙ্কার মধ্যেই আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অক্ষয় অভিনীত নতুন সিনেমা ‘কেশরী ২’। বাণিজ্য বিশ্লেষকেরা ধারণা করছেন, মুক্তির প্রথম দিনে ৮ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি। খবর হিন্দুস্তান টাইমসের

১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এই সিনেমায় সি শংকরন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। আর মাধবন আছেন অ্যাডভোকেট নেভিল ম্যাককিনলির চরিত্রে। অনন্যা পান্ডেকে দেখা যাবে দিলরিত গিলের চরিত্রে।  

‘কেশরী ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ