‘অনেক দিন পর দারুণ কিছু দেখলাম’, এক দর্শক এমন মন্তব্য করেছেন চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দেখে। সিরিজটি দেখেননি এমন একজন সামাজিক মাধ্যমে তাঁর বন্ধুকে মেনশন করে লিখেছেন, ‘এই সিরিজটা মিস করা যাবে না, বাসায় আসলে একসাথে দেখব।’ অর্থাৎ সিরজিটি যাঁরা দেখেছেন, তাঁরা জানাচ্ছেন ভালো লাগার কথা, আর যাঁরা দেখেননি, তাঁরা প্রকাশ করছেন সিরিজটি দেখার আগ্রহ। এভাবেই বাড়ছে অ্যালেন স্বপন সিরিজের জনপ্রিয়তা।
প্রথম সিজন থেকেই জনপ্রিয়তার তুঙ্গে অ্যালেন স্বপন সিরিজ ও চরিত্র। দুটি সিজনই দেখেছেন এমন দর্শক জানিয়েছেন, ‘সিজন ১ এবং ২– দুইটাই দেখেছি, সেই।’
যেসব কারণে দ্বিতীয় সিরিজটি নিয়ে দর্শকদের ভালো লাগা, তার মধ্যে অন্যতম স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খানের অভিনয় এবং এর গল্প। এক দর্শক বলছেন, ‘নাসির উদ্দিন খান সত্যি আমাদের অভিনয়জগতে এক অভাবনীয় আবিষ্কার।’

মিথিলাকে নিয়ে তাঁর মন্তব্য, ‘মিথিলার অভিনয় খুবই পরিণত।’ নির্মাতা শিহাব শাহীনের প্রশংসা করে তিনি জানিয়েছেন, ‘গল্প, পরিচালনা নিয়ে বলার অপেক্ষা রাখে না, কতটা ভালো হয়েছে। প্রথম সিজনকে ছাড়িয়ে গেছে। অসাধারণ। ধন্যবাদ শিহাব শাহীন!’
সিরিজটিকে ‘পিওর এন্টারটেইনমেন্ট’ এবং ‘লোকাল কালচারে রুটেড’ বলে উল্লেখ করছেন তাঁরা। ফেসবুক গ্রুপে এক দর্শক লিখেছেন, ‘বাংলাদেশের কনটেন্ট যে এই দিকেও যেতে পারে, এই সিরিজ তার লাইভ প্রমাণ।’ আরেকজনের মতে, ’মাইশেলফ অ্যালেন স্বপন ২ একদম টাইম পাস করার মতো সিরিজ না, এটা পুরোপুরি বিনোদনের ডোজ! অ্যালেন স্বপন, সিন্ডিকেট আর নতুন নতুন মোচড়—সব মিলিয়ে দারুণ কিছু হয়েছে।’

আরও পড়ুনঅ্যালেন স্বপন ফিরলেন, রোমাঞ্চ ফিরল কি ০৭ এপ্রিল ২০২৫সিরিজটি নিয়ে দর্শকদের ভালো লাগা, তার মধ্যে অন্যতম স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খানের অভিনয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ল ন স বপন স র জট

এছাড়াও পড়ুন:

বদ্দা তো একদম আগের মতোই ফর্মে...

‘অনেক দিন পর দারুণ কিছু দেখলাম’, এক দর্শক এমন মন্তব্য করেছেন চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দেখে। সিরিজটি দেখেননি এমন একজন সামাজিক মাধ্যমে তাঁর বন্ধুকে মেনশন করে লিখেছেন, ‘এই সিরিজটা মিস করা যাবে না, বাসায় আসলে একসাথে দেখব।’ অর্থাৎ সিরজিটি যাঁরা দেখেছেন, তাঁরা জানাচ্ছেন ভালো লাগার কথা, আর যাঁরা দেখেননি, তাঁরা প্রকাশ করছেন সিরিজটি দেখার আগ্রহ। এভাবেই বাড়ছে অ্যালেন স্বপন সিরিজের জনপ্রিয়তা।
প্রথম সিজন থেকেই জনপ্রিয়তার তুঙ্গে অ্যালেন স্বপন সিরিজ ও চরিত্র। দুটি সিজনই দেখেছেন এমন দর্শক জানিয়েছেন, ‘সিজন ১ এবং ২– দুইটাই দেখেছি, সেই।’
যেসব কারণে দ্বিতীয় সিরিজটি নিয়ে দর্শকদের ভালো লাগা, তার মধ্যে অন্যতম স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খানের অভিনয় এবং এর গল্প। এক দর্শক বলছেন, ‘নাসির উদ্দিন খান সত্যি আমাদের অভিনয়জগতে এক অভাবনীয় আবিষ্কার।’

মিথিলাকে নিয়ে তাঁর মন্তব্য, ‘মিথিলার অভিনয় খুবই পরিণত।’ নির্মাতা শিহাব শাহীনের প্রশংসা করে তিনি জানিয়েছেন, ‘গল্প, পরিচালনা নিয়ে বলার অপেক্ষা রাখে না, কতটা ভালো হয়েছে। প্রথম সিজনকে ছাড়িয়ে গেছে। অসাধারণ। ধন্যবাদ শিহাব শাহীন!’
সিরিজটিকে ‘পিওর এন্টারটেইনমেন্ট’ এবং ‘লোকাল কালচারে রুটেড’ বলে উল্লেখ করছেন তাঁরা। ফেসবুক গ্রুপে এক দর্শক লিখেছেন, ‘বাংলাদেশের কনটেন্ট যে এই দিকেও যেতে পারে, এই সিরিজ তার লাইভ প্রমাণ।’ আরেকজনের মতে, ’মাইশেলফ অ্যালেন স্বপন ২ একদম টাইম পাস করার মতো সিরিজ না, এটা পুরোপুরি বিনোদনের ডোজ! অ্যালেন স্বপন, সিন্ডিকেট আর নতুন নতুন মোচড়—সব মিলিয়ে দারুণ কিছু হয়েছে।’

আরও পড়ুনঅ্যালেন স্বপন ফিরলেন, রোমাঞ্চ ফিরল কি ০৭ এপ্রিল ২০২৫সিরিজটি নিয়ে দর্শকদের ভালো লাগা, তার মধ্যে অন্যতম স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খানের অভিনয়

সম্পর্কিত নিবন্ধ