তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো রাশিয়া
Published: 17th, April 2025 GMT
আফগানিস্তানের তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
দুই দশকেরও বেশি সময় ধরে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে রাশিয়া। ২০ বছর যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে প্রত্যাহার করে নেওয়ার পর ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরে তালেবান। তবে তালেবান সরকারকে এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি। কিন্তু রাশিয়া ধীরে ধীরে তালেবানের সাথে সম্পর্ক গড়ে তুলছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এখন তালেবান রাশিয়ার মিত্র।
রুশ সরকারি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
২০২৪ সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীরা ১৪৫ জনকে হত্যা করে। ইসলামিক স্টেটের আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান এ হামলার দায় স্বীকার করেছিল। তালেবান জানিয়েছে, তারা আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি নিশ্চিহ্ন করার জন্য কাজ করছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত
ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে। গতকাল শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। আজ শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ঠিক কী হয়েছে, এখনো জানা যায়নি।
চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষা চলছে, সব পরীক্ষার ফল হাতে এলেই বলা যাবে। তবে সৃজিতকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল এটি। পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছে ছবিটি।
প্রেক্ষাগৃহে বেশ ভালো ব্যবসা করছে এটি। পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সমালোচকেরা। তারই মাঝে সৃজিতের হঠাৎ অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
এদিকে আবার জুন মাস থেকে সৃজিত শুরু করছেন ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যায় দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে।