শহীদকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে
Published: 17th, April 2025 GMT
ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন সাগরের বাবার সামনে শহীদ সাগরকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
শহীদ সাগরের স্বজনরা জানান, সাগরের ছোট বোন আফিয়া তাবাসুম সুপ্তির সার্টিফিকেট সংশোধনের জন্য গত ৯ এপ্রিল আবেদন করেন। সেই আবেদনের খোঁজ নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান সাগরের বাবা আসাদুজ্জামান। পরে তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অপেক্ষায় রাখেন এই কর্মকর্তা। একপর্যায়ে ওই শিক্ষা কর্মকর্তা বলেন, কাজ সম্পন্ন হতে কিছুদিন সময় লাগবে।
আসাদুজ্জামানের ভাষ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছে তার ছেলে সাগর। মেয়ের সনদ সংশোধনের কাজ নিয়ে আগেও কয়েকবার গিয়েছিলেন তিনি। আজও শিক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করে কাজের অগ্রগতি জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে সংশোধনের কাজটি রয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।
আসাদুজ্জামানন আরও বলেন, ‘এই কর্মকর্তার কাছে জেলা শিক্ষা কর্মকর্তার ফোন নম্বর চাইলে নম্বর নেই বলে জানান। পরে আমি চলে আসার মুহূর্তে তার কক্ষে উপস্থিত লোকজন আমার পরিচয় তার কাছে শুনতে চান। সেসময় তিনি ব্যঙ্গ করে উত্তর দেন, তিনি নাকি কোথাকার কোন শহীদের বাবা। এমন কথার প্রতিবাদ করতে গেলে শিক্ষা কর্মকর্তা আমাকে অপমান করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্যসচিব আলী হোসেন। তিনি বলেন, ‘সাগরের বাবা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। একজন শহীদের বাবা পরিচয় দেওয়ার পরেও তাকে অপমান করেছেন। একজন শহীদের বাবার সঙ্গে এমন আচরণ খুবই দুঃখজনক।’
এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্সের ভাষ্য, ঘটনাটির কিছুই জানেন না তিনি। সাগরের বাবাকে ফোন করে বিষয়টি জেনে তারপর ওই শিক্ষা কর্মকর্তাকে ফোন করে ঘটনা শুনবেন বলে জানান তিনি।
অভিযোগের ব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন সমকালকে বলেন, ‘আমার জানামতে উনার সঙ্গে খারাপ আচরণ করা হয়নি। তবে ঢাকা থেকে এক ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তার ময়মনসিংহে আগমন উপলক্ষে আমি ব্যস্ত ছিলাম। আমি শহীদ সাগরকে চিনতাম না, বলার মধ্যে শুধু এটুকু বলেছি যে এটা কোন সাগর।’
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার জানান, সাগরের বাবা তার কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অপমানের অভিযোগ করেছেন। জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ কর মকর ত র সদর উপজ ল
এছাড়াও পড়ুন:
সারা দেশে পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিন।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এদিকে, ঢাকায় বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরবাসী জীবনে স্বস্তি আসে। তবে টানা ৩ ঘণ্টার বৃষ্টি ভুগিয়েছে তাদের। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
ঢাকা/হাসান/এনএইচ