আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র এখন আর নিরাপদ দেশ নয়
Published: 17th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবন যে অনিশ্চয়তা ও ঝুঁকিতে ডুবে আছে, তা কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই।
২০০৩ সালে কলকাতা থেকে উত্তর নিউইয়র্কের একটি ছোট লিবারেল আর্টস কলেজে স্নাতক পড়তে যাওয়ার সময় আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল। তখন মার্কিন নেতৃত্বে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ তুঙ্গে। আমার নিউইয়র্ক পৌঁছানোর কয়েক মাস আগেই মার্কিন বাহিনী ইরাক আক্রমণ করেছিল। ক্যাম্পাসে ‘অশুভ অক্ষশক্তি’-এর বিরুদ্ধে যুদ্ধের নামে উগ্র জাতীয়তাবাদ, ক্লাসে মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনার অভাব, বিমানবন্দরে ‘এলোমেলো’ নিরাপত্তা তল্লাশি বা মিডিয়ায় ইসলামভীতি ও বর্ণবিদ্বেষ—সব মিলিয়ে খুব দ্রুতই বুঝতে পেরেছিলাম, আমার মতো দেখতে কাউকেই ‘মুক্তির দেশে’ স্বাগত জানানো হয় না।
এর পরের বছরগুলোতেও যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হয়নি। অনেক মার্কিনের চোখে তাঁরা অবিশ্বস্ত, অবাঞ্ছিত বিদেশি। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই অনিশ্চয়তা ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র শুধু অসহিষ্ণুই নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্পষ্টতই বিপজ্জনক।
ট্রাম্প আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনকে আগের চেয়েও কঠিন করেছেন। তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো ‘মার্ক্সবাদী ও চরম বামপন্থী’ দ্বারা নিয়ন্ত্রিত এবং ক্যাম্পাসে ফিলিস্তিন সমর্থকদের তিনি ঘৃণা করেন। ২০২৩ সালের অক্টোবরেই তিনি ঘোষণা দেন, পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন বিক্ষোভে জড়িত ‘উগ্র, মার্কিনবিরোধী, ইহুদিবিদ্বেষী বিদেশি’ শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন।
প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ফিলিস্তিনসমর্থক শিক্ষার্থী ও শিক্ষকদের টার্গেট করতে শুরু করেন। এর উল্লেখযোগ্য উদাহরণ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক মাহমুদ খলিল। ফিলিস্তিন বিক্ষোভের সময় শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে মধ্যস্থতা করা খলিল গ্রিনকার্ডধারী হওয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন তাঁকে ডিপোর্ট করার চেষ্টা করছে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে যে তিনি ‘হামাস-সমর্থক, অমার্কিন’ কর্মকাণ্ডে জড়িত।
২০২৪ সালের মার্চে নিউইয়র্কের বাড়ি থেকে তাঁর গর্ভবতী মার্কিন স্ত্রীর সামনেই আইসিই অফিসাররা তাঁকে গ্রেপ্তার করে লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে রাখেন।
অন্য একটি ঘটনায় টাফটস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ও তুর্কি নাগরিক রুমেইসা ওজতুর্ককে বোস্টনে মাস্ক পরা পুলিশ অপহরণ করে। তাঁকে ওই একই ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। তাঁর অপরাধ? ইসরায়েল থেকে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহারের দাবি করে টাফটস একটি ডেইলিতে একটি কলাম লিখেছিলেন।
এ ঘটনাগুলো প্রমাণ করে, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। ফিলিস্তিনি অধিকারের সমর্থন করলেই শিক্ষার্থীরা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মার্কিন ক্যাম্পাসগুলো এখন আর স্বপ্নের গন্তব্য নয়; বরং ভয় ও অনিশ্চয়তার জায়গা।
জর্জটাউন ইউনিভার্সিটির পোস্টডক্টরাল স্কলার ও ভারতীয় নাগরিক বাদার খান সুরি এখন টেক্সাসের একটি আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) ডিটেনশন সেন্টারে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন। তাঁকেও যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চেষ্টা চলছে। অথচ সুরি কোনো ফিলিস্তিন সংহতি আন্দোলনেও অংশ নেননি। তাঁর অপরাধ বলে মনে করা হচ্ছে, তিনি গাজার হামাস সরকারের সাবেক উপদেষ্টা আহমেদ ইউসুফের জামাই। তবে ইউসুফ এক দশকের বেশি সময় আগে হামাসের রাজনৈতিক শাখার পদ ছেড়েছেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ‘একটি ভয়াবহ ভুল’ বলে মন্তব্য করেছেন।
এরপর কর্নেল ইউনিভার্সিটির পিএইচডি প্রার্থী মোমোদু তালের ঘটনার কথা বলা যায়। তিনি যুক্তরাজ্য ও গাম্বিয়ার দ্বৈত নাগরিক এবং ফিলিস্তিন সংহতি আন্দোলনে অংশ নিয়েছিলেন। এরপর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে তিনি আড়ালে চলে যান এবং দুই সপ্তাহের বেশি সময় আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এই ঘটনাগুলো কেবল হিমশৈলের চূড়া। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে শত শত আন্তর্জাতিক ছাত্রের ভিসা বাতিল করেছে। কারণ, তাঁরা ফিলিস্তিনপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সম্পর্কিত পোস্ট দিয়েছিলেন।
১০ এপ্রিল পর্যন্ত দেশের ১০০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে এবং এখনো এর কোনো শেষ দেখা যাচ্ছে না। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এখন বিদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে এবং যাঁরা ফিলিস্তিন সংহতিমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বা ট্রাম্প প্রশাসনের ভাষায় ‘ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডে’ অংশ নিয়েছেন, তাঁদের ভিসা ও গ্রিনকার্ড প্রত্যাখ্যান করছে।
এদিকে আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো যেন এই চাপের সামনে মাথানত করেই চলেছে। তারা যেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিপদের মুখে ফেলে দিচ্ছে, যাতে ফেডারেল ফান্ডিং বন্ধ না হয়।
আমেরিকার অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর যেভাবে ট্রাম্পের দাবির কাছে আত্মসমর্পণ করেছে, তা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ও দৃষ্টিভঙ্গি বিকাশের জায়গা হিসেবে নিজেদের মূল উদ্দেশ্য দেখছে না; বরং এখন তারা এমন এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যারা আর সত্যিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং কেবল একটি ব্যবসা—যেখানে একটি পণ্যের (অর্থাৎ কলেজ ডিগ্রি) বিনিময়ে একজন ক্রেতা (অর্থাৎ ছাত্র) টাকা দেন।যেমন কলাম্বিয়া ইউনিভার্সিটির কথা বলা যায়। ফিলিস্তিন সংহতি আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন যখন ৪০০ মিলিয়ন ডলার ফেডারেল তহবিল আটকে দেয়, তখন এই বিশ্ববিদ্যালয় দ্রুত নতিস্বীকার করে। অথচ তাদের নিজস্ব তহবিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। কিন্তু এরপরও তারা ক্যাম্পাসে আন্দোলন ঠেকাতে নীতিমালা পরিবর্তন করে, নিরাপত্তা জোরদার করে এবং ফিলিস্তিন সংহতি ক্যাম্প বা প্রতিবাদ যেন আর না হয়, সে ব্যবস্থা নেয়।
এ ছাড়া ট্রাম্প প্রশাসন দাবি করে, কলাম্বিয়ার মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকাবিষয়ক স্টাডিজ বিভাগকে পাঁচ বছরের জন্য ‘একাডেমিক রিসিভারশিপ’-এর আওতায় আনতে হবে। সাধারণভাবে এই ব্যবস্থা তখনই নেওয়া হয়, যখন কোনো বিভাগ বা প্রোগ্রাম ব্যর্থ হয়ে পড়ে এবং তাকে ‘ঠিক পথে’ ফিরিয়ে আনতে হয়।
ট্রাম্পের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগটির ওপর নজরদারি করতে একজন নতুন সিনিয়র ভাইস প্রভোস্ট নিয়োগ দেয়।
হার্ভার্ড ইউনিভার্সিটিও একই রকম চাপের মুখে পড়ে। ট্রাম্প প্রশাসন তাদের ফেডারেল ফান্ডিং অব্যাহত রাখতে কয়েকটি দাবি তোলে, যার মধ্যে ছিল ‘পক্ষপাত দূর করা, মতবৈচিত্র্য বৃদ্ধি করা এবং আদর্শিক একচেটিয়া প্রভাব বন্ধ করা’; বিশেষত সেসব বিভাগে যেগুলো ‘ইহুদিবিদ্বেষী হয়রানির’ পরিবেশ তৈরি করছে। যদিও কলাম্বিয়ার মতো নির্দিষ্ট কোনো বিভাগের নাম উল্লেখ করা হয়নি। তবে হার্ভার্ড প্রশাসন বুঝে নেয়, তাদের কী করতে হবে।
হার্ভার্ডের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্বর্তী ডিন ডেভিড এম কাটলার ফিলিস্তিন বিষয়ে ‘একপক্ষীয়’–এর অভিযোগ তুলে মধ্যপ্রাচ্য স্টাডিজ কেন্দ্রের নেতৃত্ব বরখাস্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কেন্দ্রটির প্রোগ্রামগুলোতে ‘দৃষ্টিভঙ্গির ভারসাম্য ও বৈচিত্র্য’ নেই। হার্ভার্ড একই সঙ্গে পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয় বিরজেইতর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে।
আমেরিকার অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর যেভাবে ট্রাম্পের দাবির কাছে আত্মসমর্পণ করেছে, তা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ও দৃষ্টিভঙ্গি বিকাশের জায়গা হিসেবে নিজেদের মূল উদ্দেশ্য দেখছে না; বরং এখন তারা এমন এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যারা আর সত্যিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং কেবল একটি ব্যবসা—যেখানে একটি পণ্যের (অর্থাৎ কলেজ ডিগ্রি) বিনিময়ে একজন ক্রেতা (অর্থাৎ ছাত্র) টাকা দেন।
এ কারণেই হয়তো বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের রক্ষা না করাই ভালো। কারণ, তাঁদের কারণে প্রতিষ্ঠানটি যত টাকা ফেডারেল তহবিল থেকে হারাচ্ছে, তা তাঁরা নিজেরা টিউশন ফি দিয়ে পুষিয়ে দিতে পারছেন না।
ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িত বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি, তারা আরও একটি আক্রমণ শুরু করে ডাইভার্সিটি, ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন (ডিইআই) বা বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি উদ্যোগগুলোর বিরুদ্ধে। অথচ এই ডিইআই উদ্যোগগুলোর কারণে বিগত বছরগুলোতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো প্রান্তিক ও সংখ্যালঘু পটভূমি থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও বন্ধুসুলভ হয়ে উঠেছিল।
এ দুই ধরনের নীতির মিলিত প্রভাবে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, বিশেষত বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) থেকে আসা শিক্ষার্থীদের জন্য একেবারেই বৈরী পরিবেশে পরিণত হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবন এখন অত্যন্ত অনিশ্চিত ও আতঙ্কপূর্ণ হয়ে উঠেছে। এটি কেবল ফিলিস্তিন সংহতির প্রতিবাদ বা মতপ্রকাশের বিষয়েই সীমাবদ্ধ থাকবে—এমন কোনো নিশ্চয়তা নেই। একবার এই নজির তৈরি হয়ে গেলে, আমেরিকায় এখন প্রতিটি আন্তর্জাতিক শিক্ষার্থীকে মেনে নিতে হবে যে তাঁরা যেকোনো সময় (শুধু একটি প্রতিবাদে অংশ নেওয়ার জন্য, কোনো একটি নিবন্ধ লেখার জন্য বা এমন একটি মতপ্রকাশের জন্য, যা হোয়াইট হাউস বা তার মিত্রদের অসন্তুষ্ট করে) অপহৃত, আটক কিংবা বহিষ্কৃত হতে পারেন।
এমনকি কোনো আত্মীয়ের আগের কোনো চাকরির কারণেও তাঁদের আটক ও বহিষ্কারের মুখোমুখি করা যেতে পারে।
এই অবস্থায় আইনি কিংবা রাজনৈতিক দিক দিয়ে খুব একটা সহায়তার আশা নেই। তাই ভবিষ্যতের আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই প্রশ্ন করা একেবারে যুক্তিসংগত: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার ঝুঁকি আদৌ নেওয়া কি ঠিক হবে?
সোমদীপ সেন ডেনমার্কের রস্কিল্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।
আল–জাজিরা থেকে নেওয়া, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট কল ম ব য় ন শ চয়ত ত হয় ছ অন শ চ আম র ক ব যবস
এছাড়াও পড়ুন:
কানাডায় ফেডারেল নির্বাচনের আগাম ভোট শুরু, এগিয়ে লিবারেল পার্টি
কানাডার স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হয়েছে ফেডারেল নির্বাচনের আগাম ভোট গ্রহণ। ভোট চলবে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট চলবে।
নির্বাচন কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা নির্ধারিত চার দিনের যেকোনো দিন তাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আগাম ভোটের সুবিধা গ্রহণ করে অনেকেই মূল নির্বাচনের দিন ভিড় এড়াতে চাইছেন।
নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা এই সময়ে আরও বেশি ভোটারকে টানার চেষ্টা চালিয়ে যাবে। ভোটারদের ভোটার কার্ড ও একটি সরকার স্বীকৃত পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
ফেডারেল নির্বাচনের মূল ভোট গ্রহণ দিন নির্ধারিত রয়েছে এ মাসেই, ২৮ এপ্রিল। তবে আগাম ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে কানাডার যেকোনো নির্বাচনের আগে ন্যাশনাল ডিবেট অনুষ্ঠিত হয়। যেখানে নেতারা বিতর্কে লিপ্ত হয়ে একে অপরের যুক্তি তুলে ধরে। বুধবার ও বৃহস্পতিবার দুদিন দুটি ডিবেট অনুষ্ঠিত হয়েছে। একটি ফ্রান্স ভাষায়, অন্যটি ইংরেজি ভাষায়।
কানাডার যে কোনো জাতীয় নির্বাচন কিংবা ভবিষ্যৎ নির্বাচন এমনকি মিউনিসিপ্যাল নির্বাচনে প্রধান নেতারা এ রকম বিতর্কে লিপ্ত হয় নির্বাচনের আগে। এবারের নির্বাচনে মাত্র ৩৬ দিনের প্রচারণায় দুটি বিতর্ক রাখা হয়েছে। দুদিনের বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কানাডার অর্থনীতি ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক। এই শুল্ক আরোপের ফলে কানাডার অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে তাঁর বিশ্লেষণ। এই সকল সমস্যা কে ভালোভাবে সমাধান করতে পারবে, পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এই দুই দিনের ভেতর ইমিগ্রেশন নিয়ে কোন আলাপ আলোচনা হয়নি। এবারের নির্বাচনে প্রচারণা শুরুর প্রথম থেকেই ইমিগ্রেন্টদের নিয়ে তেমন কথাবার্তা বলা হয়নি। যদিও ইমিগ্রেশন পলিসিই দেশকে নির্বাচনের দিকে ঠেলে দিয়েছে কিন্তু গত দু’দিনের আলোচনায় ইমিগ্রেশন পলিসির কোনো আলাপ হয়নি।
কানাডা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। দলের নেতারা তাদের ভোটারদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ভোটারদের মধ্য এক ধরনের দোদুল্যমান অবস্থা বিরাজ করছে। শেষের এই সময়টার মধ্যে তারা মনস্থির করে ফেলেন কাকে ভোট দেবেন। এখন পর্যন্ত কোনো দল তাদের ইলেকশন ম্যানিফেস্টো এখনও প্রচার করেনি।
বিভিন্ন সংগঠনের জনমত জরিপের তথ্য উপাত্ত ও জরিপ সংগ্রহ করে ‘দ্য টরেন্টোস্টার দ্য সিগন্যাল’ একটি গড় জরিপ করেছে। তাতে দেখা যাচ্ছে লিবারেল পার্টি ৪২.৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। ৩৪৩ টি আসনের মধ্যে এখন পর্যন্ত তারা ১৭৭টি আসনে এগিয়ে যেখানে সংখ্যাগরিষ্ঠ আসনের জন্য ১৭২ আসনের প্রয়োজন হয়। অন্যদিকে কনজারভেটিভ পার্টির অবস্থান ৪০.২ শতাংশ যা আসনের দিক দিয়ে ১৩০টি। সিটিভি ও গ্লোবাল মেইলের মিডিয়ার জরিপেও লিবারেল পার্টি এগিয়ে রয়েছে।