এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বাহারের জমি-বাড়ি জব্দ
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে কুমিল্লার মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও ১৬ কোটি টাকা মূল্যের একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার একই আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আনোয়ারুলের জমি, ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ২ দশমিক ৪১ একর জমি ও গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন। 

এসব জমি ও ফ্লাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লক্ষ ৬১ হাজার ৭২০ টাকা। এছাড়াও আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা ৩ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার ৩০৭ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এস আলম গ র প এস আলম এমপ ব হ র ক হ স ব অবর দ ধ

এছাড়াও পড়ুন:

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ১৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বাহারের জমি-বাড়ি জব্দ
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে কুমিল্লার মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও ১৬ কোটি টাকা মূল্যের একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার একই আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আনোয়ারুলের জমি, ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ২ দশমিক ৪১ একর জমি ও গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন। 

এসব জমি ও ফ্লাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লক্ষ ৬১ হাজার ৭২০ টাকা। এছাড়াও আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা ৩ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার ৩০৭ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ