Samakal:
2025-04-19@07:11:07 GMT

নায়ক জাভেদ এখন কেমন আছেন

Published: 17th, April 2025 GMT

নায়ক জাভেদ এখন কেমন আছেন

এখন অভিনয়ে নেই বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত তিনি। বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে অনেকটা আড়ালেও থাকছেন এই অভিনেতা। হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিনেতার নিকটতম ড্যান্স ডিরেক্টর ইউসুফ খান সমকালকে বলেন, ‘বুধবার হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষানিরীক্ষা করা হয়। এখন তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। বুধবারই তাঁকে বাসায় নেওয়া হয়েছে। এখন তাঁর পর্যাপ্ত বিশ্রাম দরকার। সবাই আমাদের ইলিয়াস জাভেদ ভাইয়ের জন্য জন্য দোয়া করবেন।’

জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে এই ভালো, এই খারাপ। এভাবেই যাচ্ছে এই অভিনেতার সময়।

ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন জাভেদ। সত্তর ও আশির দশকে পোশাকি সিনেমাতে নায়ক হিসেবে তিনি ছিলেন নির্মাতাদের চাহিদার শীর্ষে।

তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— মালেকা বানু, অনেক দিন আগে, শাহজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহরাম বাদশা ইত্যাদি।

জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ‘মা বাবা সন্তান’। এরপর আর কখনও ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তাঁর। কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থার কারণে তা আর সম্ভব হয়নি। রুপালি পর্দার তুমুল জনপ্রিয় নায়ক জাভেদ আজ বয়সের ভারে ন্যুব্জ। নানারকম অসুখবিসুখ তাঁকে রাজ্য হারানো এক রাজায় পরিণত করেছে। দিনে দিনে অনেক রঙই মুছে গেছে, ধূসর হয়ে গেছে রঙিন জীবনের নিশান!

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত

এছাড়াও পড়ুন:

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল রবিবার সারা দেশে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (১৯ এপ্রিল)  দুপুর ১২টায় তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল গেটে মানববন্ধন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ‘রাইজ ইন রেড’ ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা অবস্থান করেন । 

এ সময় কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই, নাটকীয় মিটিং এর কারণ কী কারণ কী, এসি রুমের বৈঠক আর নয় আর নয়, পলিটেকনিক এক হও, এক হও নানা স্লোগান দেন তারা। 

সেখানে থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হয়। 

বিস্তারিত আসছে….

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ