নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জে কদমতলী ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ পানি বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মাষ্টার, যুবদল নেতা মাজহারুল ইসলাম মালি, মানিক মাহমুদ, শাহ আলম, দেলা,  জসিম উদ্দিন, শাহ-আলম, ছাত্রদল নেতা নয়ন, সাওন, অভি, মোক্তার, আরিফ, সেলিম, নাহিদ, আসিফ, আসিক, শিখন ও  স্বেচ্ছাসেবকদল নেতা শাহ-আলম প্রমূখ।

এসময় ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া বলেন, অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে আমরা যুবদলের নেতাকর্মীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরন করছি। 

তিনি আরো বলেন পরীক্ষার্থীরা নানবিধ কারণে মানসিক চাপে থাকে এর মাঝে যানজট তাদের চাপকে অনেকাংশে বাড়িয় দেয়, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে হলে পোছাতে পারে তার জন্য আমরা যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল ব এনপ ন র য়ণগঞ জ পর ক ষ র থ য বদল র

এছাড়াও পড়ুন:

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন: প্রধান আসামি ও এক সহযোগী গ্রেপ্তার

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ও তাঁর আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার নওগাঁ সদর থানার রামরায়পুর এলাকার আড়ারাপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকার বাসিন্দা মো. নান্টু (২৮) এবং তাঁর সহযোগী একই এলাকার বাসিন্দা খোকন মিয়া।

আরও পড়ুনরাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের মামলায় প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার১৩ ঘণ্টা আগে

এর আগে গতকাল বিকেলে রুমেল (২৫) নামে নান্টুর আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল তিনে।

নান্টু ও খোকনকে গ্রেপ্তারের বিষয়ে আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী র‍্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-৫–এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি বলেন, ঘটনার পরই নান্টু ও খোকন একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। নিয়ম অনুযায়ী তাঁদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনরাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করা বাবা খুন, বিচার চেয়ে লাশ নিয়ে মানববন্ধন১৭ এপ্রিল ২০২৫

এর আগে বুধবার রাতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে (৪৫) মারধর করা হয়। এ সময় মারধরের শিকার হন মেয়েটির ভাই মো. ইমাম হাসান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আকরাম মারা যান। বাসচালক আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তাঁর মেয়ে রাফিয়া আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাবার লাশ রেখে গত বৃহস্পতিবার সে পরীক্ষায় বসে।

আরও পড়ুনউত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে১৭ এপ্রিল ২০২৫

এ ঘটনায় আকরামের ছেলে হাসান ইমাম বৃহস্পতিবার নগরের বোয়ালিয়া মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার মো. নান্টু (২৮), মো. বিশাল (২৮), খোকন মিয়া (২৮), তাসিন হোসেন (২৫), মো. অমি (২০), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০)।

সম্পর্কিত নিবন্ধ

  • মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন: প্রধান আসামি ও এক সহযোগী গ্রেপ্তার
  • চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
  • শিশু পুনর্বাসন কেন্দ্রের অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ দুই উপদেষ্টার
  • ‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  • ‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১
  • ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারে ফেরি
  • মহানগরী জামায়াতের সাংগঠনিক আইনজীবী থানার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
  • আলহাজ্ব আব্দুল লতিফ দারুল উলুম মাদ্রাসার সবক উদ্বোধন