বাংলাদেশ ও দেশ ভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিদের অন্যতম ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অথচ সরকার বদলের কালপরিক্রমায় মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যেতে বসেছে। বিলুপ্ত হয়েছে বেশকিছু প্রতিষ্ঠানও এবং বাকিগুলো যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অভাবে ক্ষয়ে যাচ্ছে। 

টাংগাইলের সন্তোষের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে মাওলানা ভাসানীর স্মৃতি বিজরিত এ প্রতিষ্ঠানগুলোর অনেকটিই আজ বিলুপ্ত। বাকিগুলো বিলুপ্তির পথে।

সরেজমিনে দেখা গেছে, মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত জিনিসগুলো যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে না। মাও সেতুং প্রদত্ত ঐতিহাসিক ট্রাক্টর রুমটির দরজা ভাঙ্গা। ফলে যে কেউ সেখানে প্রবেশ করতে পারে। মাওলানা ভাসানীর রোপণ করা অধিকাংশ গাছ কয়েক বছর আগেই কেটে ফেলা হয়েছে। 

ভাসানী পরিষদের সভাপতি আজাদ খান ভাসানীর অভিযোগ, স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর অবহেলায় মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১২টি দাতব্য প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে এবং বাকিগুলোর অবস্থাও বেশ শোচনীয়। তার জীবদ্দশায় বেশ কয়েকটি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন, রোপণ করেছিলেন নানা রকমের দেশি গাছ। সেগুলো এখন নেই বললেই চলে।

ভাসানী পরিষদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই রাস্তা প্রশস্ত করার অযুহাত দেখিয়ে মাওলানা ভাসানীর রোপণ করা পুরনো সব গাছ কেটে ফেলা হয়েছে কয়েক বছর আগে। ১৯৭০ সালে নির্মিত ৫০০ মানুষের ধারণক্ষমতার দরবার হল, যেখানে ভাসানী বক্তৃতা দিতেন। সেটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে অবহেলায়। এই দরবার হলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ডাকে প্রথম সর্বদলীয় সম্মেলন হয় ১৯৭১ সালের ৯ জানুয়ারি।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ঐতিহাসিক এই হলটি পুড়িয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। মৃত্যুর পর মাওলানা ভাসানীকে এই দরবার হলের পাশে শায়িত করা হয়। বর্তমানে দরবার হলের ভিতরে কাঠের স্তম্ভগুলোও ক্ষয় হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে কাঠামোটিও। হলের পাশে স্থাপিত ভাসানী জাদুঘরে সংরক্ষিত ভাসানী স্মারকগুলোর মধ্যে বেশ কয়েকটির অবস্থা শোচনীয়। মৃত্যুর আগে স্বাধীন বাংলাদেশে ভাসানী সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকল্প গ্রহণ করেন। 

ভাসানীর মৃত্যুর পর ১৯৮৩ সালে সরকার এ আইন প্রণয়ন করে ট্রাস্টি বোর্ড গঠন করে এবং তার সম্পত্তি দেখাশুনা ও বিশ্ববিদ্যালয়সহ অন্য সব প্রতিষ্ঠান পরিচালনার জন্য মেয়াদ নির্ধারণ করে। কিন্তু দীর্ঘ ব্যবধানের পর অবশেষে ১৯৯৯ সালে তৎকালীন সরকার সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করে।

তবে মাওলানা ভাসানীর অনুসারীদের অভিযোগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ট্রাস্টি বোর্ড সমঝোতা স্মারকের শর্তাবলীর সঙ্গে অবহেলা করছে। পাশাপাশি আর্থিক বরাদ্দ ও জনবল সংকটের কারণে অন্যান্য সহযোগী সংস্থার কার্যক্রমও কার্যত বন্ধ। একের পর এক সরকারের ট্রাস্টি বোর্ড সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত ২৫ টি শিক্ষা ও অন্যন্যা দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে ১২টি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এটাকে ইতিহাস থেকে মাওলানা ভাসানীর স্বপ্ন, কর্ম ও স্মৃতি মুছে ফেলার অংশ বলেও মনে করছেন তারা। 

ভাসানী পরিষদের সভাপতি আজাদ খান ভাসানী বলেন, “মাওলানা ভাসানীর শেষ একটি স্বপ্ন ছিল সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি এই ইসলামী বিশ্ববিদ্যালয় করেছিলেন কাগমারী পরগনা খ্যাত সন্তোষের এই পূণ্য ভূমিতে। তিনি জীবিত থাকাকালে এখানে অনেকগুলো প্রকল্প গ্রহণকরেছিলেন। প্রায় ২৫টার মতো প্রতিষ্ঠান তিনি রেখে গিয়েছেন। যার মধ্যে ১২টি হারিয়ে গেছে ক্যাম্পাস থেকে। আর বাকিগুলো খুব ধুকে ধুকে চলছে এবং অনেকগুলো ধ্বংসের পথে।”

তিনি বলেন, “মাওলানা ভাসানী তার কর্ম ও স্মৃতির মধ্যে বেঁচে আছেন। তার স্মৃতিকর্মগুলোর মধ্যে যেগুলো ধ্বংসের হয়ে গেছে, সেগুলো আবার নতুনভাবে তৈরি করা এবং যেগুলো রয়েছে, সেগুলো আরো ভালোভাবে সংরক্ষণ ও গতিশীল করার জন্য সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরো বলেন, “মাওলানা ভাসানী সারাটা জীবন মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন। তিনি যে লড়াই সংগ্রাম অসমাপ্ত রেখে গেছেন, সেটা ২০২৪ এর গণঅভূত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। মাওলানা ভাসানীর স্বপ্ন ছিল, শোষণ ও বৈষম্যহীন একটি বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এমন একটি বাংলাদেশ আগামীর প্রজন্ম বাস্তবায়ন করবে বলে আমার বিশ্বাস।”

মাওলানা ভাসানীর স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের ব্যাপারে মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.

মো. আনোয়ারুল আজিম আখন্দ বলেন, “আমাদের এখানে ভাসানী ট্রাস্ট বোর্ড আছে। আরো অনেক স্থাপনায় আছে, এ বোর্ড এগুলো দেখভাল করে থাকে। ভাসানীকে দেওয়া ট্রাক্টরও আছে। আমি নতুন উপাচার্য হিসেবে আসছি, বিষয়গুলো জেনে কিভাবে সংরক্ষণ করা যায় এবং সরকারি সহায়তায় কিভাবে নেওয়া যায়, কিভাবে করলে এগুলো সংরক্ষিত হবে, তা বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

তিনি বলেন, “আমি থাকি বা না থাকি, ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে তার স্মৃতিফলক, স্মৃতিচিহ্ন সবগুলো সংরক্ষিত থাকুক- সেটা মনে প্রাণে চাই। এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম জানতে পারবে, মাওলানা ভাসানী একজন আদর্শ পুরুষ। তার ন্যায়-নিষ্ঠতা, মজলুমের প্রতি দরদ, সংগ্রামী জীবন, তার ভিতরের স্প্রিড, আধ্যাত্মিকতা- সবকিছু মানুষ ফলো করে উদ্বুদ্ধ হোক, এটা আমি চাই। এছাড়া আমি চাই, আমাদের নতুন প্রজন্ম জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি চারিত্রিক দিক দিয়ে ভাসানীর মত বলিষ্ঠ হবে।”

চীনের মাও সেতুং মাওলানা ভাসানীকে যে ট্রাক্টরটি উপহার দিয়েছিলেন কক্ষটির দরজা ভাঙা। ফলে যে কেউ প্রবেশ করতে পারবে অনায়াসেই৷

ঢাকা/আবিদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ল ন সরক র ইসল ম

এছাড়াও পড়ুন:

মায়ের পিস্তল দিয়ে বিশ্ববিদ্যালয়ে গুলি চালাল যুবক, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে এ হামলা চালায়।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।  

ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেন, অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী এক তরুণ। তিনি ডেপুটি শেরিফের ছেলে ফিনিক্স আইকনার। ঘটনাস্থল থেকে যে সব বন্দুক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার।

পুলিশ জানায়, হামলার সময় আইকনারের ওপর পুলিশ পাল্টা হামলা চালালে তিনি আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

লিওন কাউন্টি শেরিফ বলেন, হামলার কারণ এখনও জানা যায়নি। আইকনার এই হামলায় তার মায়ের পিস্তল ব্যবহার করে, যেটি একসময় তার মা আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে ব্যবহার করতেন। পরবর্তীতে তিনি এটি কিনে নেন এবং তা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রে পরিণত হয়। 

বিশ্ববিদ্যালয়ের পুলিশ বাহিনীর প্রধান জেসন ট্রামবাওয়ার জানান, ধারণা করা হচ্ছে, ফিনিক্স আইকনার (২০) ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসিতে অবস্থিত এফএসইউর শিক্ষার্থী।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

কর্তৃপক্ষের বিশ্বাস, আইকনার পিস্তলের পাশাপাশি একটি শটগানও নিয়ে এসেছিলেন। তবে ওই শটগান হামলায় ব্যবহার হয়েছে কী না, তা এখনো নিশ্চিত নয়।

সম্পর্কিত নিবন্ধ

  • অন্তর্বর্তী সরকারের কত দিন ক্ষমতায় থাকা যুক্তিসংগত
  • ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে
  • মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক
  • মায়ের পিস্তল দিয়ে বিশ্ববিদ্যালয়ে গুলি চালাল যুবক, নিহত ২
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন শুরু
  • সচিবালয়ে বৈঠকে সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, আন্দোলন চলবে
  • রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করল পলিটেকনিক শিক্ষার্থীরা
  • সরকারের সঙ্গে বৈঠকে বসবে কারিগরি ছাত্র আন্দোলন, শিথিল থাকবে রেল ব্লকেড কর্মসূচি
  • জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১০ জনের প্রশিক্ষণ শুরু