প্রথমবারের মতো নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে হবে এই টুর্নামেন্ট।

বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামীকাল। এই সিরিজের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলের পৃষ্ঠপোষক হয়েছে বিপিএল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

শুধু তা-ই নয়, ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান চাইছেন কাবাডির সঙ্গে তাঁদের সম্পর্কটা আরও দীর্ঘ করতে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে নেপাল সফরের দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। বাংলাদেশ ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ঢাকায় ফ্র্যাঞ্চাইজি কাবাডি শুরুর আভাস দিয়ে বলেছেন, ‘ফরচুন বরিশালের মালিক যেহেতু এখানে এসেছেন, ধরে নিতে হবে এটা আমাদের আগাম বার্তা। ফ্র্যাঞ্চাইজি কাবাডি বাংলাদেশে হবে। একটা মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে।’

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি কাবাডিতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মিজানুর রহমান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বাংলাদেশের নয়টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ