জর্ডানে দুটি ম্যাচ খেলবে নারী ফুটবল দল
Published: 17th, April 2025 GMT
মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইপর্বের আগে শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ খুঁজছিল বাফুফে। সেই সুযোগ করে দিচ্ছে জর্ডান।
ইন্দোনেশিয়া ও বাংলাদেশকে নিয়ে তারা একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে। যেখানে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ দুই দলই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। জর্ডান ৭৪, ইন্দোনেশিয়া ৯৪ আর বাংলাদেশের অবস্থান ১৩৩–এ। জর্ডানের রাজধানী আম্মানে খেলা হবে।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার আজ সাংবাদিকদের বলেছেন, ‘জর্ডানে আমাদের প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয় ম্যাচ ৩ জুন। কোনো ফাইনাল নেই। ২৯ মে থেকে অফিশিয়াল সফর, তবে কোচের চাওয়া অনুযায়ী ২৭ মে দল পাঠানো হবে। এশিয়ান কাপের জন্য (জুন-জুলাই) শক্তিশালী দলের সঙ্গে খেলতে চেয়েছিলাম আমরা। যাতে দলের ভালো–মন্দ বোঝা যায়। কোচও বুঝতে পারেন সবকিছু। ফলে জর্ডানে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য ভালো খবর।’
আরও পড়ুনমানুষ ‘রসিকতা’ করলেও এই দল নিয়েই আশা দেখছেন পিটার বাটলার২৭ ফেব্রুয়ারি ২০২৫কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহী করা ১৮ নারী খেলোয়াড়ের মধ্যে ১০ জন এখন ভুটানে। সেখানকার স্থানীয় লিগে তাঁরা খেলবেন। সাবিনা খাতুন, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, সানজিদা আক্তাদের জর্ডান সফরের জন্য ডাকা হবে কি না, প্রশ্ন করা হলে মাহফুজা বলেন, ‘এটা টেকনিক্যাল বিষয়, কোচ ঠিক করবেন। টিম কীভাবে সাজাবেন তিনি দেখবেন। এ ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করব না।’
মাহফুজা জানিয়েছেন, বিদ্রোহ করা ১৮ জনের মধ্যে ঢাকায় থাকা ৮ জনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। ভুটানের যাওয়া ১০ জন ফিরলে তাঁদের সঙ্গে চুক্তি করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছবিতে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। এই সিরিজ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। এই দিক থেকে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। গেল ১৫ এপ্রিল ঢাকায় পা রাখার পরে দলটি সিলেট পৌঁছায় পরদিন। সেদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিলেন ক্রেইগ আরভিনরা। কিন্তু বৃষ্টিতে সেই অনুশীলন পণ্ড হয়েছে। ভেসেছে বাংলাদেশের অনুশীলনও। গতকাল দুই দল নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পেরেছে। ছবিতে দেখুন বাংলাদেশের অনুশীলনের নানা মুহূর্ত।