চোর সন্দেহে গণপিটুনির ২ দিন পর যুবকের মৃত্যু
Published: 17th, April 2025 GMT
চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত সাগর মোল্লা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গৌরনদী উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।
বরিশালের গৌরনদী উপজেলার সালতা গ্রামে সাগর মোল্লাকে পেটানো হয়। নিহত সাগর একই উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
নিহতের বাবা সিরাজ মোল্লা বলেন, ‘‘আমরা কাজের সুবাদে মাদারীপুরে থাকি। গত রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে আমাদের গ্রামের বাড়ি ডুমুরিয়া যাওয়ার উদ্দেশে সাগর বাসা বাড়ি থেকে বের হয়। সালতা গ্রাম দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আসিফ খান, আল আমিন মোল্লাসহ কমপক্ষে ২০ জন চোর সন্দেহে সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সাগরকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে মারা যায়।’’ তিনি এ হত্যার বিচার দাবি করেন।
আরো পড়ুন:
ধান মাড়াইয়ের সময় বজ্রপাত, নারীর মৃত্যু
মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে শ্রমিকের মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করে সাগর। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা সাগরকে গণপিটুনি দেয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/পলাশ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ রনদ উপজ ল
এছাড়াও পড়ুন:
একঝলক (১৪ ডিসেম্বর ২০২৫)
ছবি: মঈনুল ইসলাম