জুটি থেকে প্রেম? রাজ্জাক, কবরী থেকে শাকিবরা কীভাবে সামলেছেন
Published: 17th, April 2025 GMT
ঢালিউড সিনেমার জুটি থেকে প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। একসঙ্গে একের পর এক সিনেমা মুক্তি পাওয়ায় এমনও হয়েছে, ভক্তরা একসময় ধরেই নিয়েছেন প্রিয় তারকা প্রেম করছেন বা বিয়ে করেছেন। এসব নিয়ে কখনো তারকাদের বিব্রত হতে হতো, কখনো প্রশ্নের মুখে পড়তে হতো।
বিব্রত হওয়ার একটি গল্প বলা যাক। ৮০’দশকের কথা। শুটিং ইউনিটে নায়ক রাজ্জাক দাঁড়িয়ে আছেন। হঠাৎ হন্তদন্ত হয়ে ছুটে তাঁর সামনে এসে দাঁড়ালেন কবরী। মুখে প্রচণ্ড রাগ। কিন্তু কী কারণে রাগ, সেটা কিছুই বুঝতে পারলেন না রাজ্জাক। সিনেমার চরিত্রের মতোই অভিমান করে রইলেন কবরী।
মুখে কোনো কথা নাই দেখে রাজ্জাক চিরচেনা নায়োকোচিত ভঙ্গিতে জানতে চাইলেন, ‘হয়েছেটা কী?’ কিছুক্ষণ চুপ থেকে কবরী বলেন, ‘কী আর হবে যেখানেই যাই, রাজ্জাক–কবরী হয়ে যাই। ডাকেও আমার নামের আগে আপনার নাম নিয়ে। বলে ওই যে “রাজ্জাক–কবরী যায়”।’ এ কথা শুনে হাসতে হাসতে রাজ্জাক বলেছিলেন, ‘সবাই আপনাকে মিসেস রাজ্জাক বলতে পছন্দ করে।’ এ কথা শুনে আরও রেগে গেলেন কবরী। শুটিংয়ের সূত্রে তারকাদের এমন ভালোবাসা, রাগ, অভিমানের সম্পর্ক থাকলে তাঁদের নিয়ে গুঞ্জন ছড়ানোটাই স্বাভাবিক। সেসব প্রশ্ন সময়ের সঙ্গে কীভাবে সামলান তারকারা?
কবরী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছবিতে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। এই সিরিজ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। এই দিক থেকে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। গেল ১৫ এপ্রিল ঢাকায় পা রাখার পরে দলটি সিলেট পৌঁছায় পরদিন। সেদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিলেন ক্রেইগ আরভিনরা। কিন্তু বৃষ্টিতে সেই অনুশীলন পণ্ড হয়েছে। ভেসেছে বাংলাদেশের অনুশীলনও। গতকাল দুই দল নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পেরেছে। ছবিতে দেখুন বাংলাদেশের অনুশীলনের নানা মুহূর্ত।