হার্ট অ্যাটাকে প্রসাদ মালগাওঙ্কর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন মাঠেই পড়ে গিয়েছিলেন ৬০ বছর বয়সী এই আম্পায়ার। গতকাল বুধবার সুন্দর ক্রিকেট ক্লাবে হওয়া অনূর্ধ্ব-১৯ ভামা কাপের ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাওঙ্কর।

কেআরপি একাদশ–ক্রিসেন্ট সিসি ম্যাচের ১১তম ওভারে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মালগাওঙ্করকে নিকটবর্তী বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ১১তম ওভারে দায়িত্ব পালন করতে স্কয়ার লেগে যান মালগাওঙ্কর। সেই ওভারের মাত্র দুই বলের পরেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ম্যাচ শুরুর আগে থেকেই তিনি অ্যাসিডিটির কথা জানিয়েছিলেন বলে জানান সহকারী আম্পায়ার পার্থমেশ আঙ্গানে।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডেকে আঙ্গানে বলেন, ‘তিনি ম্যাচের আগে বলেছিলেন যে শরীরটা ঠিক লাগছে না, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। আমি বলেছিলাম, আপনি বিশ্রাম নিন। কিন্তু উনি বললেন ঠিক আছেন। প্রথম ১০ ওভার পর্যন্ত তিনি ঠিকঠাকই ছিলেন, কিন্তু ১০.

২ ওভারের পর হঠাৎ পড়ে যান এবং শ্বাসকষ্ট শুরু হয়। তখন আমাদের এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।’

আরও পড়ুনঘাম না থুতু—কিসের জোরে স্টার্কের একের পর এক ইয়র্কার৩ ঘণ্টা আগে

এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকর বলেছেন, ‘আমরা তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব বোম্বে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। ইব্রাহিম স্যার ও খেলোয়াড়দের সহায়তায় তাঁকে সুন্দর সিসি মাঠ থেকে পাশের ন্যাশনাল সিসি পর্যন্ত চৌকি দিয়ে নিয়ে যাই, সেখান থেকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাই। আমার ধারণা, তিনি পথেই মারা গেছেন।’

বোম্বে হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় মালগাওঙ্করের রক্তচাপ, অক্সিজেন এবং নাড়ির কোনো চিহ্ন ছিল না। ইসিজি করলেও হৃৎস্পন্দন পাওয়া যায়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের অনুরোধে এবং তাঁদের পারিবারিক চিকিৎসকের দেওয়া মৃত্যুসনদের ভিত্তিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি।

আরও পড়ুনমুরালিধরনের বাড়ি ও একটি বিস্কুট ফ্যাক্টরির গল্প৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম প য় র

এছাড়াও পড়ুন:

মাঠে হার্ট অ্যাটাক আম্পায়ারের, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

হার্ট অ্যাটাকে প্রসাদ মালগাওঙ্কর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন মাঠেই পড়ে গিয়েছিলেন ৬০ বছর বয়সী এই আম্পায়ার। গতকাল বুধবার সুন্দর ক্রিকেট ক্লাবে হওয়া অনূর্ধ্ব-১৯ ভামা কাপের ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাওঙ্কর।

কেআরপি একাদশ–ক্রিসেন্ট সিসি ম্যাচের ১১তম ওভারে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মালগাওঙ্করকে নিকটবর্তী বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ১১তম ওভারে দায়িত্ব পালন করতে স্কয়ার লেগে যান মালগাওঙ্কর। সেই ওভারের মাত্র দুই বলের পরেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ম্যাচ শুরুর আগে থেকেই তিনি অ্যাসিডিটির কথা জানিয়েছিলেন বলে জানান সহকারী আম্পায়ার পার্থমেশ আঙ্গানে।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডেকে আঙ্গানে বলেন, ‘তিনি ম্যাচের আগে বলেছিলেন যে শরীরটা ঠিক লাগছে না, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। আমি বলেছিলাম, আপনি বিশ্রাম নিন। কিন্তু উনি বললেন ঠিক আছেন। প্রথম ১০ ওভার পর্যন্ত তিনি ঠিকঠাকই ছিলেন, কিন্তু ১০.২ ওভারের পর হঠাৎ পড়ে যান এবং শ্বাসকষ্ট শুরু হয়। তখন আমাদের এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।’

আরও পড়ুনঘাম না থুতু—কিসের জোরে স্টার্কের একের পর এক ইয়র্কার৩ ঘণ্টা আগে

এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকর বলেছেন, ‘আমরা তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব বোম্বে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। ইব্রাহিম স্যার ও খেলোয়াড়দের সহায়তায় তাঁকে সুন্দর সিসি মাঠ থেকে পাশের ন্যাশনাল সিসি পর্যন্ত চৌকি দিয়ে নিয়ে যাই, সেখান থেকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাই। আমার ধারণা, তিনি পথেই মারা গেছেন।’

বোম্বে হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় মালগাওঙ্করের রক্তচাপ, অক্সিজেন এবং নাড়ির কোনো চিহ্ন ছিল না। ইসিজি করলেও হৃৎস্পন্দন পাওয়া যায়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের অনুরোধে এবং তাঁদের পারিবারিক চিকিৎসকের দেওয়া মৃত্যুসনদের ভিত্তিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি।

আরও পড়ুনমুরালিধরনের বাড়ি ও একটি বিস্কুট ফ্যাক্টরির গল্প৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ