রিয়ালকে হারানোর ‘সেরা রাতে’ গার্দিওলাকে ধন্যবাদ দিলেন আর্তেতা
Published: 17th, April 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছে গানাররা। ১৬ বছর পর ইউরোপ সেরার লড়াইয়ের সেমিফাইনালে উঠেছে।
দলের এই জয়কে ক্যারিয়ারের সেরা বলে উল্লেখ করেছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা, ‘আমার ক্যারিয়ারের অন্যতম সেরা রাত এটি। আমরা অসাধারণ ইতিহাস সমৃদ্ধ একটা দলের বিপক্ষে খেলেছি। চ্যাম্পিয়ন্স লিগে এই জয় আমাদের উৎসাহ দেবে।’
আর্তেতার মতে, বার্নাব্যুতে দুই-তিন মিনিটে অনেক কিছু ঘটে যেতে পারে। রিয়ালের বিপক্ষে অনেক কিছুই তাদের পক্ষে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া তারা যেটা করতে চেয়েছিলেন সেটাও পেরেছেন বলে উল্লেখ করেছেন আর্সেনালের সাবেক এই স্প্যানিশ ফুটবলার।
আর্তেতা জানিয়েছেন, ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি তাদের জন্য শুভকামনা বলেছেন, ‘তিনি আমার প্রতি খুবই স্নেহশীল ছিলেন। আর্সেনাল শিরোপা জিতুক এমনটাই চান তিনি। তিনি আমার জন্য শুভকামনা জানিয়েছেন।’
এছাড়া পেপ গার্দিওলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্সেনালের কোচ আর্তেতা। তার মতে, গার্দিওলা বাজি না ধরলে এমন ম্যাচে ডাগ আউটে তিনি দাঁড়াতে পারতেন না, ‘আজ (ম্যাচের আগে) সকালেই আমি তাকে ফোন করেছিলাম। কারণ আমার এই ডাগআউটে থাকার জন্য তার ধন্যবাদ প্রাপ্য। তিনি আমার ওপর বাজি ধরে সহকারী কোচ করেছিলেন। তার সঙ্গে চারটা অসাধারণ বছর কাটিয়েছি। আমি সব সময় তার প্রতি কৃতজ্ঞ।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর স ন ল আর স ন ল কর ছ ন আর ত ত
এছাড়াও পড়ুন:
নয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত
কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বাংলাদেশের নয়টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকা/হাসান/রফিক