হোয়াটসঅ্যাপে ভিডিও প্রতারণার কথা জানেন তো?
Published: 17th, April 2025 GMT
হোয়াটসঅ্যাপে ভিডিও ফাঁদ বিষয়টি অনেকের জানা আবার অনেকের অজানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ কিছু মেয়ের ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট দেখতে পাবেন। অনেকে প্রোফাইল দেখে অ্যাড করেন, অনেকে মিউচুয়াল ফ্রেন্ড দেখে অ্যাড করেন। আবার অনেকে কিছু না দেখেই অ্যাড করে থাকেন, মানে যুক্ত করে নেন। কিন্তু এই প্রোফাইল থেকে আপনি প্রতারিত হতে পারেন।
হোয়াটসঅ্যাপে ভিডিও ফাঁদে যেভাবে ফেলেফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পর ওপাশ থেকে আপনাকে ‘হাই’ দেবে। তারপর সে বলবে তার অবস্থান মুম্বাই বা ভারতের কোনো শহরে। আপনি প্রোফাইলেও তার একাধিক ছবি স্ট্যাটাস থেকে সেটাই দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন আপনার পরিচিত অনেকেই তার ফ্রেন্ডলিস্টে আছে। আপনিও কথা শুরু করবেন। একপর্যায়ে তিনি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর চাইবেন। আপনিও দিয়ে দিলেন। তারপর ওপাশ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসবে। এবার আপনি কলটি ধরবেন আর ধরার সঙ্গে সঙ্গে ওপাশে একটা অশ্লীল ভিডিও শুরু হবে। আপনি কিছু বোঝার চেষ্টা করতে করতেই সেটা সে রেকর্ড করে ফেলবে। এর পরপরই আপনাকে সেই হোয়াটসঅ্যাপে ভিডিও রেকর্ড করা কলটি পাঠিয়ে একটা বিকাশ বা নগদ নম্বর পাঠিয়ে দেবে। আর এই টাকা না পাঠালে আপনার পরিচিত অনেকের কাছে এই ভিডিও পাঠিয়ে দেওয়ার হুমকি আসবে। আর এই হোয়াটসঅ্যাপে ভিডিও ফাঁদে পড়ছেন দেশের অনেক মানুষ।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপের ছবি প্রতারণা কী, যেভাবে কাজ করে১২ এপ্রিল ২০২৫ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়ার তথ্য.উৎস: Prothomalo
কীওয়ার্ড: টসঅ য প
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন