আমি সিনারের মতো করলে ২০ বছর নিষিদ্ধ হতাম—সেরেনার বিস্ফোরক দাবি
Published: 17th, April 2025 GMT
ডোপ টেস্টে পজিটিভ হয়েও মাত্র তিন মাস নিষিদ্ধ হয়েছেন ছেলেদের টেনিসের বর্তমান এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। ব্যাপারটা মানতে পারছেন না মেয়েদের টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ নিয়ে কথা বলতে গিয়ে সেরেনা যা বললেন তাতে টেনিসে বর্ণবাদের উপস্থিতির প্রচ্ছন্ন প্রমাণও বলতে পারেন।
সেরেনা বলেছেন তিনি যদি ডোপ টেস্টে পজিটিভ হতেন তবে তাঁকে হয়তো ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হতো। এ ছাড়া তাঁর জেতা সব গ্র্যান্ড স্লাম ট্রফিও কেড়ে নেওয়া হতো বলেও মনে করেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম একক চ্যাম্পিয়ন।
২০২৪ সালের ডোপ কাণ্ডে শাস্তিটা এ বছরই পেয়েছেন ইতালিয়ান তারকা। ফিজিও অসাবধানতায় তাঁর শরীরে প্রবেশ করেছে নিষিদ্ধ শক্তিবর্ধক এমন দাবি তুলেই বৈশ্বিক অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়াডার সঙ্গে লড়াই করছিলেন সিনার। তবে এ বছরের ফেব্রুয়ারিতে এসে তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নিয়ে ‘ঝামেলামুক্ত’ হওয়ার সিদ্ধান্ত নেন সিনার। আগামী মাসে নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার কথা বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সিনার।
ছেলেদের টেনিসের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন