রাজধানীর গাবতলীতে কাভার্ড ভ্যানের এক চালককে মারধর করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পৌনে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকেরা। এ সময় আশপাশের এলাকায় যানজট দেখা দেয়। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন।

কয়েকজন পরিবহন শ্রমিক সাংবাদিকদের বলেন, সকাল ৯টার দিকে গাবতলী প্রধান সড়কে কাভার্ড ভ্যানের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট চালকের বিরুদ্ধে মামলা দিতে যান। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা দুই ট্রাফিক সদস্য চালককে মারধর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকেরা গাবতলী প্রধান সড়ক অবরোধ করেন। তারা কর্তব্যরত ট্রাফিক সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় ট্রাফিকের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বেলা পৌনে ১২টা পর্যন্ত এ অবস্থা চলে। এ সময় ঢাকা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। যাত্রাবাড়ী আর সায়েদাবাদ থেকে ছেড়ে আসা কোনো যানবাহন গাবতলী বাসস্ট্যান্ডে পৌঁছায়নি। আশপাশের সড়কেও তীব্র যানজট দেখা দেয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উল হোসেন প্রথম আলোকে বলেন, গাবতলীর প্রধান সড়কে একটি কাভার্ড ভ্যানের কাগজপত্র ঠিক না থাকায় কর্তব্যরত সার্জেন্ট চালকের বিরুদ্ধে মামলা দিতে উদ্যত হন। এতে চালক ক্ষুব্ধ হয়ে সার্জেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আশপাশের লোকজন এসে ওই চালককে মারধর করে।

ওসি রাকিব উল হোসেন বলেন, ট্রাফিক সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিবহন শ্রমিকেরা রাস্তা ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ বতল ম রধর চ লকক

এছাড়াও পড়ুন:

নয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বাংলাদেশের নয়টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ