Risingbd:
2025-04-19@05:00:53 GMT

শাকিবের জন্য এলাহি আয়োজন

Published: 17th, April 2025 GMT

শাকিবের জন্য এলাহি আয়োজন

ঢাকাই চলচ্চিত্রের আঁতুরঘর এফডিসিতে বেশ জাকজমকভাবে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়। এই উৎসবে দেশের তারকা শিল্পীরা উপস্থিত ছিলেন। এই তালিকায় রয়েছেন— নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, রুবেল, নায়িকা রত্না, মুক্তি প্রমুখ। তবে এফডিসিতে উপস্থিত থেকেও উৎসবে অংশ নেননি দেশ সেরা নায়ক শাকিব খান। শিল্পী সমিতির পাশের ফ্লোরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানে নির্মাতা রায়হান রাফির ‘তাণ্ডাব’ সিনেমার শুটিং করছেন এই ঢালিউড কিং।

সন্ধ্যা নামার ঠিক কিছুক্ষণ আগে ‘তাণ্ডব’ সিনেমার সেটে চক্কর দিই। শুটিং সেটের প্রবেশ মুখে বাউন্সার আর নিরাপত্তা প্রহরীদের প্রশ্নের মুখামুখি হই। এরই মধ্যে বাউন্সারের ওয়াকিটকিতে শোনা যায়, “সাংবাদিক ভাইয়েরা আসছেন তাদের রিসিভ করুন।” পরিচালকের এমন নির্দেশে আমাদের ভিতরে নিয়ে যান তারা। সেটে ঢুকেই বুঝতে পারি, কড়া নিরাপত্তায় ঘেরা কোনো স্থানে প্রবেশ করেছি। চারপাশ ‘সোয়াট’ টিমে ঘেরা। যদিও এসবই শুটিংয়ের প্রয়োজনে। অন্যদিকে নিরাপত্তার জন্য রয়েছেন বাউন্সার। তাদের ওয়াকিটকিতে আসছে বিভিন্ন বার্তা। কুশলবিনিময়ের পর পরিচালক রায়হান রাফি শুটিং সেট ঘুরে দেখান। শুটিং সেটের প্রত্যেকটা জিনিসপত্র আসল। একটি টেলিভিশন স্টেশনের সেট নির্মাণ করা হয়েছে। স্টুডিও থেকে শুরু করে ওয়াশরুম সবই নতুনভাবে নির্মিত। সেটে পাওয়া যায় বলিউডের টেকনিশিয়ানদেরও। 

শাকিব খানের সঙ্গে দেখা করাতে নির্মাতা নিয়ে যান তার মেকআপ রুমে। মেকআপ রুমের সামনে দেখা মেলে কয়েকজন নিরাপত্তাকর্মীর। আমাদের পরিচয় বার্তা শাকিব খানের কাছে পৌঁছানোর পর মেকআপ রুমে প্রবেশের অনুমতি মেলে। মেকআপ রুমে প্রবেশ করে অনুভব করি, সত্যি কোনো সুপারস্টারের মেকআপ রুমে আছি। এফডিসির সেই চিরচেনা মেকআপ রুম নয় এটি। শাকিব খানের জন্য নতুন করে তৈরি করা হয়েছে। সেখানে কী নেই! সোফা, ফ্রিজ, এসি, দেয়ালে পেপার আর ফ্লোরে বিছানো কার্পেট। 

আরো পড়ুন:

টিকিট না পাওয়ায় আমার পরিবারও ‘বরবাদ’ দেখতে পারেনি: শাকিব

‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব?

আমাদের পেয়ে শাকিব খান সেই পুরোনো দিনে ফিরে গেলেন। নানা বিষয়ে স্মৃতিচারণ করলেন। ঢাকাই চলচ্চিত্র বেশ কয়েকবার সংকটে পড়ে। তা উল্লেখ করে শাকিব খান বলেন, “অশ্লীলতা বাংলা সিনেমায় প্রথম আঘাত হানে। বাংলা সিনেমা বেশ ভালোই যাচ্ছিল। অশ্লীলতার কারণে পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেন দর্শক। হল সংখ্যা কমতে শুরু করে। আন্দোলন-সংগ্রাম করে সেটা বন্ধ করতে পেরেছি। এটা বাংলা সিনেমায় প্রথম ধাক্কা।”

পরের পরিস্থিতি জানিয়ে শাকিব খান বলেন, “দেখুন, কলকাতার ইন্ডাস্ট্রিতে এত প্রতিযোগিতার মধ্যেও দর্শক সিনেমা দেখেন। অশ্লীলতার ঝড় থামতেই দেশে আসে ডিজিটাল সিনেমা। সিনেমা ডিজিটাল আর সিনেমা হল অ্যানালগ। এ নিয়ে প্রযোজকদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। মেশিন, সার্ভার নিয়ে সংকটে পড়ে ইন্ডাস্ট্রি। এসব যখন কাটিয়ে উঠছে, তখন দেশের পরিবেশ অস্থির হয়ে ওঠে। আমার ধারণা ছিল, এই অস্থির পরিবেশে দর্শক সিনেমা হলে যাবেন না।”

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। এ বিষয়ে শাকিব খান বলেন, “পট পরিবর্তনের পর সিনেমা মুক্তি দেওয়া এক ধরনের ঝুঁকি মনে হয়েছিল। কারণ, এই সময়ে দর্শক হলমুখী হবেন কি না এ নিয়ে বেশ চিন্তিত ছিলাম। কিন্তু যে ভয় পেয়েছি তার কিছুই হয়নি। সিনেমাপ্রেমী দর্শকরা পরিবার-পরিজন নিয়ে ‘বরবাদ’ দেখছেন। জেনেছি, দর্শক চাপে লায়ন সিনেমাস, মধুবন সিনেপ্লেক্স’সহ বেশ কয়েকটি হলে মিডনাইট শো চলছে। এটা বাংলা সিনেমার জন্য খুবই ইতিবাচক দিক। ঈদের আমেজ শেষ হলেও এখনো টিকিট নিয়ে হাহাকার, এটা শুনতে বেশ ভালো লাগছে।”

‘বরবাদ’ সিনেমার সাফল্যের পরে ‘তাণ্ডব’ সিনেমার বাজেট বেড়েছে। এ তথ্য জানিয়ে শাকিব খান বলেন, “আমি সবসময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি। আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক, সবাইকে হলমুখী করা। তা পেরেছিও। এখন সব শ্রেণির মানুষ পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন। তারই প্রমাণ ‘বরবাদ’। এই সিনেমার দর্শক সাড়ার ফলে ‘তাণ্ডব’ সিনেমার বাজেট দিগুণ বেড়েছে। দর্শকদের প্রত্যাশাও অনেক। তাদের কথা মাথায় রেখেই কাজ করছি। ‘তাণ্ডব’ সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন। প্রত্যাশা করছি, এই সিনেমাও দর্শকদের ভালো লাগবে।”

কাজের স্বীকৃতিস্বরূপ শাকিব খানের ঝুলিতে জমা পড়েছে বেশ কিছু পুরস্কার। এই তালিকায় অন্যতম বাচসাস চলচ্চিত্র পুরস্কার। ২০১৮ সালে সর্বশেষ এই পুরস্কার পান। এরপর আর কোনো পুরস্কার দেয়নি বাচসাস। এ পুরস্কার নিয়ে শাকিব খান বলেন, “বাংলাদেশে প্রথম চলচ্চিত্র পুরস্কার দেয় বাচসাস। এই পুরস্কার অনেক সম্মানের। সিনিয়র শিল্পীদের মুখে আমরা অনেক শুনেছি।”

আক্ষেপ করে দেশ সেরা এই নায়ক বলেন, “শুধু চলচ্চিত্র নিয়ে আমাদের দেশে তেমন কোনো পুরস্কার দেয়া হয় না। বিভিন্ন অ্যাওয়ার্ডে দেখা যাচ্ছে, কারা পুরস্কার পাচ্ছেন বা কেন পাচ্ছেন কিছুই বুঝি না। আর একটা বিষয় খুব অবাক লাগে তা হলো দ্বৈত পুরস্কার। দুজনকে কেন দিতে হবে। যাকে যোগ্য মনে হবে তাকেই দেন। এসব কারণে পুরস্কার অনুষ্ঠানে যেতে ইচ্ছে করে না। লাস্ট বাচসাস পুরস্কারে গিয়েছিলাম, ভালো লেগেছিল।”

খুব শিগগির বলিউডের সিনেমার সঙ্গে ঢাকাই সিনেমা প্রতিযোগিতা করবে বলেই মত শাকিবের। তার ভাষায়, “বাংলাদেশের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়তে খুব বেশি দিন লাগবে না। আশা করছি, নেটফ্লিক্স, অ্যামাজন বছর খানেকের মধ্যেই বাংলাদেশে ঢুকবে। সিনেমার বাজেট বেড়ে যাবে। বলিউডের সঙ্গে বাংলাদেশের সিনেমার প্রতিযোগিতা হবে।”

সালমান খানের তারকা খ্যাতি এবং তার নিরাপত্তা নিয়েও কথা বলেন শাকিব খান। র্দীঘ আড্ডার মাঝেই পরবর্তী শটের সময় আসে। শুরু হয় মেকআপরে প্রস্তুতি। বলে রাখা ভালো, ‘তাণ্ডব’ সিনেমার লুক প্রকাশ না করতেই এফডিসির বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেননি শাকিব খান।

‘বরবাদ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের ‘এসকে ফিল্মস’ আন্তর্জাতিক পরিবেশনায় যুক্ত হচ্ছে। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ‘বরবাদ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন খবরে আনন্দিত এই নায়ক।

এ বিষয়ে শাকিব খান বলেন, “আমাদের সিনেমার বাজার বড় হচ্ছে। প্রবাসে বসবাসরত বাঙালিরা দেশের সিনেমা দেখতে চান। অন্য দেশের দর্শকেরাও আমাদের সিনেমা দেখছেন। এটা অবশ্যই ইতিবাচক। ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে হলে সব দেশের মানুষের কাছেই সিনেমা নিয়ে যেতে হবে।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র শ ক ব খ ন বল ন ম কআপ র ম চলচ চ ত র প রস ক র র জন য পর ব র প রব শ আম দ র এফড স বরব দ

এছাড়াও পড়ুন:

গণহত্যার প্রতিবাদ করে গাজাবাসীর জন্য রাইখানদের প্রার্থনা

গণহত্যার প্রতিবাদ করে জালিম ইসরায়েলের আগ্রাসন থেকে মজলুম গাজাবাসীর মুক্তির জন্য প্রার্থনা করেছে পটুয়াখালীর রাখাইন সম্প্রদায়।

গাজায় গণহত্যা ও নির্বিচার হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য কুয়াকাটায় মাহা সাংগ্রাই জলকেলি উৎসবে এক মিনিট নীরাবতা পালন করে রাখাইন সম্প্রদায়।

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় শুক্রবার রাখাইন জলকেলি উৎসবের শুরুতে গাজায় গণহত্যার শিকার ফিলিস্তিনিদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: রাইজিংবিডি 

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব
বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে

অবশেষে জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারকারী চ্যানেল পেলো বিসিবি

শুক্রবার দুপুরে (১৮ এপ্রিল) কলাপাড়ার কুয়াকাটায় শ্রীমঙ্গল বৌদ্ধবিহার-সংলগ্ন রাখাইন মাঠে জলকেলি উৎসবের প্রারম্ভে সবাই দাঁড়িয়ে এই নীরবতা পালন করেন।

রাখাইনদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে গাজাবাসীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয় বলেও জানিয়েছেন সম্প্রদায়টির ধর্মগুরুরা।

গণহত্যা অভিযানে গাজা ও ফিলিস্তিন নিশ্চিহ্ন করতে ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রাখাইনদের এসব উদ্যোগ মানবতার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দৃষ্টান্ত বলে মনে করছেন সেখানকার মানুষ।

রাখাইন জলকেলি উৎসব দেখতে আসা কলাপাড়ার আলীপুর এলাকার বাসিন্দা মো. হোসেন মিয়া বলেন, “আজ জলকেলি দেখতে রাখাইন মাঠে এসেছি। এখানে এসে একেবারেই অবাক হয়েছি। তারা অনুষ্ঠানের শুরুতেই গাজাবাসীর জন্য নীরবতা পালন করেছে।”

“নিপীড়িত গাজাবাসীর জন্য তাদের সহমর্মিতা আমাকে আপ্লুত করেছে,” বলেন হোসেন মিয়া।

মহিপুর থেকে আসা মো. আবদুস সালাম বলেন, “এমনিতেই রাখাইনদের সঙ্গে আমাদের একটি সম্প্রীতির বন্ধন রয়েছে। আজ তারা গাজাবাসীর জন্য প্রার্থনা করেছে। তাদের প্রতি আমাদের সম্মান আরো বেড়ে গেল।”

মিশ্রীপাড়া সীমা বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ উত্তম মহাথের বলেন, “আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গাজাবাসীর জন্য প্রায়ই বিশেষ প্রার্থনা করি। শুধু গাজাবাসীই নয়, পৃথিবীর সকল দাঙ্গা-হাঙ্গামাসহ যুদ্ধ বন্ধ হোক- এটাই আমাদের প্রার্থনা।”

“ আমরা মানুষ হিসেবে সবাইকে সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি,” বলেন উত্তম মহাথের।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “গাজাবাসীর প্রতি রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে এক মিনিট নীরবতার মাধ্যমে মানবতার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি তারা দেখিয়েছেন, এ জন্য তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

“রাখাইন সম্প্রদায় ভিন্ন ধর্মালম্বী হলেও মানবতার ধর্ম সবার এক। তাই রাখাইন সম্প্রদায় এই নীরবতা পালনের মধ্য দিয়ে আজ ফিলিস্তিনের পক্ষে তাদের সম্প্রীতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল।”

শুক্রবার পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রাখাইন জলকেলি উৎসব, যাতে শামিল হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, সেই সঙ্গে যুক্ত হচ্ছেন বিদেশিরাও।

উৎসব শুরুর দিন ঐতিহ্যবাহী জলকেলিতে মেতে উঠতে দেখা যায় রাখাইনদের। তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের আনন্দ করতে দেখা যায়। উৎসবে সহায়তা করছে স্থানীয় প্রশাসন।

ঢাকা/ইমরান/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার: নিরাপত্তা উপদেষ্টা
  • ‘পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসার করতে হবে’
  • গণহত্যার প্রতিবাদ করে গাজাবাসীর জন্য রাইখানদের প্রার্থনা
  • বান্দরবানে সাংগ্রাই উৎসবের সমাপ্তি
  • কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিন দিনের সাংগ্রাইং উৎসব শুরু
  • হবিগঞ্জে বোরো ধান কাটা উৎসব উদযাপন
  • হাওরে ধান কাটার উৎসব
  • সাংগ্রাই জলোৎসবে মৈত্রী বর্ষণে পরিশুদ্ধ হৃদয়
  • মারমাদের মৈত্রী পানিবর্ষণ উৎসব যে কারণে হয়, যেভাবে এল