যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবিও তৈরি করে দেয় চ্যাটজিপিটি। আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সহায়তায় বিভিন্ন বিষয়ের কৃত্রিম ছবি তৈরি করেন অনেকেই। ব্যবহারকারীদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় সংরক্ষণ ও সহজে খুঁজে পাওয়ার সুযোগ দিতে লাইব্রেরি–সুবিধা চালু করেছে চ্যাটজিপিটি।
নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় দেখতে ও সংরক্ষণ করতে পারবেন। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি প্লাস ও প্রো সংস্করণের পাশাপাশি বিনা মূল্যের সংস্করণেও নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে চ্যাটজিপিটির অ্যাপ ও ওয়েব সংস্করণের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।
আরও পড়ুনবয়স বাড়লে চেহারায় আসবে কতটা পরিবর্তন, চ্যাটজিপিটিতে যেভাবে দেখা যায়১৩ এপ্রিল ২০২৫এক ভিডিও বার্তায় নতুন এ সুবিধার কার্যকারিতা তুলে ধরেছে ওপেনএআই। ভিডিওতে দেখা যায়, চ্যাটজিপিটির সাইডবারে ‘লাইব্রেরি’ নামের একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। সেখানে ক্লিক করলেই গ্রিড আকারে নির্দিষ্ট ব্যবহারকারীর তৈরি সব ছবি দেখা যাচ্ছে। এ ছাড়া পর্দার নিচের দিকে একটি বোতাম রয়েছে, যার মাধ্যমে সরাসরি নতুন ছবি তৈরির অপশন চালু করা যাবে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগির ওয়েব সংস্করণেও এ সুবিধা চালু করা হবে।
আরও পড়ুনচ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে২১ সেপ্টেম্বর ২০২৪নিজেদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় সংরক্ষণ ও সহজে খুঁজে পাওয়ার সুবিধা চালু হওয়ায় চ্যাটজিপিটির মাধ্যমে সৃজনশীল কাজ বর্তমানের তুলনায় আরও সহজে করা যাবে। এর ফলে চ্যাটজিপিটিতে নিয়মিতভাবে ছবি তৈরি করা ব্যবহারকারীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওপেনএআই কি সত্যিই নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করছে
চ্যাটজিপিটি চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় পা রাখতে যাচ্ছে। এ জন্য গোপনে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের নতুন প্ল্যাটফর্মটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় সম্ভাব্য নাম বা পূর্ণাঙ্গ কাজের ধরন সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছে সিএনবিসি ও দ্য ভার্জ।
সিএনবিসি ও দ্য ভার্জের প্রতিবেদনের তথ্যমতে, চ্যাটজিপিটির ইমেজ জেনারেশনে ব্যবহৃত প্রযুক্তিকে কেন্দ্র করে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করছে ওপেনএআই। পরীক্ষামূলকভাবে প্ল্যাটফর্মটিতে একটি সোশ্যাল ফিড যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি সহজেই শেয়ার করতে পারবেন।
বাজারবিশ্লেষকদের ধারণা, সম্প্রতি নিজেদের তৈরি নতুন ইমেজ জেনারেশন সুবিধা জনপ্রিয়তা পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করতে আগ্রহী হয়েছে ওপেনএআই। গত মাসে চালু হওয়া নতুন এই সুবিধার মাধ্যমে দ্রুত সাধারণ ছবি বা সেলফিকে স্টুডিও গিবলি অ্যানিমেশনে রূপান্তর করা যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এসব রূপান্তরিত ছবি ভাইরাল হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। তার দাবি, বিশ্বে প্রতি ১০ জনের ১ জন ওপেনএআইয়ের এআই সেবা ব্যবহার করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস