আড়াই কোটি ছাড়িয়ে ‘চাঁদ মামা’, টানা দুই সপ্তাহ ট্রেন্ডিংয়ে ১ ও ২
Published: 17th, April 2025 GMT
প্রকাশের ২০ দিনে ইউটিউবে আড়াই কোটি ভিউ পার করেছে ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি। শুধু তা-ই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা ১৫ দিন ধরে রয়েছে ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে। টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা। পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠেন ‘চাঁদ মামা’ গানের সঙ্গে।
আরও পড়ুন১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে০৩ এপ্রিল ২০২৫‘চাঁদ মামা’ গানটি ৩ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির। প্রীতম হাসান গানটি গেয়েছেন। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা-সুরও প্রীতমের। ‘চাঁদ মামা’ গানটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব থেকে ১ কোটি ৫৯ লাখের বেশি এবং প্রীতম হাসানের ইউটিউব থেকে ১ কোটি ১ লাখের বেশি ভিউ হয়েছে। দুই ইউটিউব চ্যানেলে গান নিয়ে মন্তব্য করা হয়েছে ২৪ হাজারের বেশি।
গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। মুক্তির পর থেকেই গানটি নিয়ে দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন