সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার পর ফুটবলাররা উদযাপন তো করেই না, উল্টো ক্ষমা প্রার্থনা করে সমর্থকদের কাছে। তবে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে চ্য্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড গোল করার পর বুনো উল্লাস করলেন সাবেক ক্লাব বায়ার্নের বিপক্ষে। ম্যাচ শেষে এই ফরাসি ডিফেন্ডারের গোলটাই কাল হয়ে গেল ৬ বারের চ্যাম্পিয়ন জার্মান ক্লাবটির জন্য।

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠার লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনাতে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল বায়ার্ন। ফিরতি লেগে জার্মান ক্লাবটিকে তাই জিততেই হতো। তবে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় দ্বিতীয় লেগের খেলা। সর্বমোট ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লাওতারো মার্তিনেজের ইন্টার।

ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য। বিরতির পরপরই ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ইংলিশ তারকা হ্যারি কেইন। কিন্তু এই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট ছয়েক মার্তিনেজ গোল করলে আবারও দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ইন্টার মিলান। ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।

ম্যাচের ৬১তম মিনিটটে আসে স্বাগতিক ইন্টারকে এগিয়ে দেওয়া পাভার্ডের সেই গোলটি। তবে ৭৬তম মিনিটে লড়াইয়ে আবার উত্তেজনা ফিরে আসে। কর্নার থেকে হেডে ম্যাচে ২-২ সমতা টানেন ডিফেন্ডার এরিক ডায়ার।
সফরকারী বাভারিয়ানদের তখনও এক গোলের ঘাটতিতে ছিল। এই সময়ে একের পর এক আক্রমণে ইন্টারের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ে বায়ার্ন। তবে সোনার হরিণ গোলের দেখা আর পায় না জার্মান ক্লাবটি। সেমিফাইনালে উঠতে না পারার হতাশা নিয়ে খেলা শেষ করতে হয় বায়ার্নকে। অন্যদিকে এক মৌসুম পর আবারো শেষ চারে তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার। 

সেমিফানালের প্রথম লেগে ৩০ মে দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। ফিরতি লেগ ৬ মে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল ইন ট র প রথম

এছাড়াও পড়ুন:

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৫৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৭ এপ্রিল) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশি কমেছে ১.৫৪ শতাংশ।

শনিবার (১৭ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৫ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (৬ থেকে ১০ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৭৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমেছে।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৯৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৭৬ পয়েন্ট, টেক্সটাইল খাতে ৯.৭৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫২ পয়েন্টে, আর্থিক খাতে ১০.৬৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.১২ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.৭৪ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৩.০৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.১০ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.০৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.০৬ পয়েন্টে, আইটি খাতে ১৬.৪২ পয়েন্টে, বিবিধ খাতে ১৮.৩৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৩৭ পয়েন্ট, পাট খাতে ২৬.৬০ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৯.৩৪ পয়েন্টে এবং সিরামিক খাতে ১০৮ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ