Prothomalo:
2025-04-19@04:58:30 GMT

বিয়ের আগে মেয়েকে মা

Published: 17th, April 2025 GMT

ইমামা বিনতে হারেস ছিলেন আরবের এক বুদ্ধিমতী নারী। তিনি তার মেয়ে উম্মে আয়াস বিনতে আউফের বিবাহের সময় অমূল্য কিছু উপদেশ দেন, যা ইতিহাসে অক্ষয় হয়ে আছে।

 তিনি বলেন: আমার প্রিয় মেয়ে, অচিরেই তুমি এই ঘরকে বিদায় জানাবে যেখানে তুমি বেড়ে উঠেছ, বড় হয়েছ। যেখানে তুমি এক পা-দু পা করে হাঁটতে শিখেছ। পিতার সম্পদ আছে বলে যদি নারীর জন্য স্বামীর প্রয়োজন না হতো, তাহলে তুমি হতে সবচেয়ে ধনী মেয়ে। কিন্তু নারীকে পুরুষ এবং পুরুষকে নারীর জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাকে আমি দুটি করে দশটি কথা বলছি।

প্রথম ও দ্বিতীয় কথা হলো, নিজের জীবনসঙ্গীর সঙ্গে অল্পে তুষ্টির জীবন যাপন করবে। তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার প্রতি বিশ্বস্ত থাকবে।

আরও পড়ুনআবদুর রহমান ইবনে আউফ (রা.

) ছিলেন বিজ্ঞ ও সাহসী সাহাবি১৩ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় ও চতুর্থ কথা হলো, এমনভাবে থাকবে যেন তোমাকে সুন্দর দেখায় এবং চমৎকার ঘ্রাণ পাওয়া যায়। তার দৃষ্টি যেন তোমার এমন কিছুতে না পড়ে, যা দেখতে অসুন্দর। তার নাকে যেন তোমার সুঘ্রাণ পৌঁছায়।

 পঞ্চম ও ষষ্ঠ কথা হলো, তার খাওয়া ও ঘুমের সময়ের প্রতি খেয়াল রেখো, যেন তার চিত্ত প্রশান্ত থাকে। মনে রাখবে, অধিক ক্ষুধা ক্রোধের জন্ম দেয়। অশান্তি আর অস্থিরতা মানুষকে ক্ষুব্ধ করে তোলে।

 সপ্তম ও অষ্টম কথা হলো, তার ভৃত্য ও সন্তানের প্রতি লক্ষ্য রাখবে এবং তার সম্পদের হেফাজত করবে। তার সম্পদের হেফাজত করলেই প্রমাণ হবে যে, তুমি তাকে কামনা করো। ভৃত্য ও সন্তানদের প্রতি তোমার খেয়াল বোঝাবে যে, তোমার মধ্যে শৃঙ্খলার গুণ রয়েছে।

 নবম ও দশম কথা হলো, তার কোনো গোপন বিষয় প্রচার করবে না এবং কখনো তার কোনো নির্দেশ অমান্য কোরো না। গোপন বিষয় প্রকাশ করার কারণে তুমি তার যন্ত্রণা থেকে নিরাপদ থাকবে না। আর তুমি তার নির্দেশ অমান্য করলে তোমার প্রতি তার অন্তরে ঘৃণা বাড়তে থাকবে।

 শেষ কথা হলো, আমার মেয়ে, যখন সে বিষণ্ন ও চিন্তাগ্রস্ত থাকবে তার সামনে আনন্দ প্রকাশ কোরো না। আর যখন সে আনন্দিত থাকবে তার সামনে চেহারা বিমর্ষ রেখো না।’

 সূত্র: সাইদুল খাতির, ইবনে জাওযি, পৃ ২১৭

আরও পড়ুনগায়েবি সাহায্য০৮ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৫১ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। দুই ধাপে এ পরীক্ষা হবে—বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। এবারই প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে আবেদনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১৬২ জন। আসন রয়েছে ১ হাজার ৮৭২টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৫১ জন।

‘এ’ ইউনিটের আওতায় রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এর মধ্যে কলা অনুষদে আসন রয়েছে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ।

চলতি শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট আসন ৪ হাজার ৩২৩টি। সেখানে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। গড় হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৫৫ জন।

সম্পর্কিত নিবন্ধ