ধানমন্ডিতে প্রাইভেটকারে চাঁদা নেওয়া সেই যুবক রিমান্ডে
Published: 17th, April 2025 GMT
রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর যুবক আশরাফুল আলমকে (২৩) তিন দিন রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম ওই আসামির রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ধানমন্ডির ২/এ নম্বর রোডের ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেল থেকে চাঁদা নিয়ে আসছিলেন। গাড়ি থামলেই তাদের চাঁদা দিতে হয়। গত রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে একটি প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করেন আশরাফুল। চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই ধানমন্ডি থানা পুলিশ আশরাফুলকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মনির হোসেন গতকাল আসামি আশরাফুলকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ড নেওয়ার আবেদন করেন।
ধানমন্ডি থানার ওসি আব্দুল আলিম সমকালকে বলেন, আদালত আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায়। থাকেন হাজারীবাগ এলাকায়।
ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা আশরাফুল রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী তাকে বলেন, ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। আরোহীরা তাকে 'মাস্তানি' করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন 'কোনো সমস্যা' কি-না। গাড়ির ভেতর থেকে মোবাইল ফোনে ভিডিও করতে দেখে যুবক 'ভালো করে' ভিডিও করেন। চাঁদা নেওয়ার পর 'পারলে কিছু করতে' বলে চলে যান যুবক আশরাফুল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্ববাজারে সোনার দাম ৩,৭০০ ডলারে উঠতে পারে: গোল্ডম্যান স্যাক্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে বিশ্ববাজারে যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে চলতি বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলারে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান মার্কস।
এর আগের তাদের পূর্বাভাস ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৩০০ ডলার। শুধু তা–ই নয়, তারা বলছে, সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬৫০ ডলার থেকে ৩ হাজার ৯৫০ ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ও সোনাভিত্তিক ইটিএফ তহবিলে বিনিয়োগ বাড়বে—এই অনুমানের ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এর মধ্যে মন্দা হলে বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৮০ ডলারে উঠতে পারে। গত শুক্রবার এই নোটে এই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স।
গোল্ডম্যান স্যাক্স আরও বলেছে, এ পরিস্থিতিতে নীতিগত অনিশ্চয়তা দূর হলে সোনার ইটিএফে বিনিয়োগ পূর্বাভাস অনুযায়ী হবে। অর্থাৎ নির্ধারিত সুদভিত্তিক ইটিএফেও বিনিয়োগ হবে। সেই বাস্তবতায় সোনার দাম অতটা বাড়বে না বলেই মনে করছে গোল্ডম্যান স্যাক্স। তখন সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে গোল্ডম্যানের পূর্বাভাস।
এ ছাড়া চলতি বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার চাহিদা প্রতি মাসে ৮০ মেট্রিক টনে উঠবে বরেও পূর্বাভাস। আগের বছর যা ছিল ৭০ মেট্রিক টন।
গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, বিশ্ববাজারে আজ সোনার দাম সামান্য কমেছে। সেই পরিমাণ এক ডলারের কম। তাতে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৩১৫ ডলারে নেমে এসেছে। গত এক মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ২৭৯ ডলার। গত এক বছরে বেড়েছে ৯২৬ ডলার।
সোনার ব্যবহার কেবল গয়নার মধ্যে সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার রিজার্ভ আবার বাড়ছে। মানুষও সোনার বার ও সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বাড়ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, গত বছর সারা বিশ্বে সোনা বেচাকেনা হয়েছে ৪ হাজার ৯৭৪ টন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বাড়ছে। ২০২৪ সালে এ নিয়ে টানা তিন বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে এক হাজার টনের বেশি সোনা কিনেছে। গত বছর সবচেয়ে বেশি সোনা কিনেছে পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। তারা কিনেছে ৯০ টন সোনা।
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম বাড়ছে।