ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বেশি ফোকাস থাকে সুপার লিগে। প্রতিটি ম্যাচই শিরোপার রেসে গুরুত্ব বহন করে। ফলে দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় ম্যাচে। এই লড়াই খুবই ভালো হতে পারত জাতীয় দলের ক্রিকেটাররা খেললে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় ১৫ ক্রিকেটার ক্যাম্পে চলে গেছেন। তাদের ছাড়াই আজ মাঠে গড়াবে ডিপিএলের সুপার লিগ।
নাজমুল হোসেন শান্তরা চলে যাওয়ায় দলগুলোতে যে শূন্যতা তৈরি হয়েছিল, নানাভাবে তা পূরণও হয়ে গেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যেমন সুপার লিগের জন্য দলে টেনেছে মুস্তাফিজুর রহমানকে। বাঁহাতি এ পেসার লিগ পর্বে খেলেননি। সম্মানী কম দিতে চাওয়ায় খেলতে রাজি হননি তিনি। জাতীয় দলের পাকিস্তান সফরের আগে মুস্তাফিজের সুপার লিগ খেলা ভালো হয়েছে। তাঁকে দিয়ে তাসকিন আহমেদের জায়গা পূরণ করতে পারবে সাদাকালো শিবির।
মোহামেডান খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাদাকালো দল জয় দিয়ে শুরু করতে চায়। ক্লাব কর্মকর্তারা আশা করছেন, আবাহনীর বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া তাওহীদ হৃদয়কে সুপার লিগে খেলার সুযোগ দেওয়া হবে। তাঁকে না পেলে মোহামেডানের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। হৃদয় না খেললেও ব্যাটিং অর্ডারে খুব যে সমস্যা হবে তা না। নিয়ম মানা হলে হৃদয়ের খেলার সুযোগ নেই। কারণ, সিসিডিএম মোহামেডান অধিনায়কের দুই ম্যাচ নিষেধাজ্ঞার চিঠি ইস্যু করেছে। সুপার লিগের জন্য নাবিল সামাদ, ফরহাদ হোসেন আর তৌফিক খান তুষারকে দলে নিয়েছে। লিজেন্ডস অব রূপগঞ্জ খুব বেশি তারকা খেলোয়াড়কে জাতীয় দলের জন্য ছাড়তে হয়নি।
জাতীয় দলের জন্য আবাহনী অনেকগুলো তারকা ক্রিকেটার হারিয়েছে। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নাহিদ রানাকে পাচ্ছে না তারা। সীমাবদ্ধতার মাঝেও আবাহনী শক্তিশালী। কোচ হান্নান সরকারের আশা, সামর্থ্যের মধ্যে ভালো খেলবে তাঁর দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ম্যাচ। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে সুপার লিগের প্রথম ম্যাচে। আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। তারুণ্যনির্ভর গুলশান ক্লাব লিগে ভালো খেলেছে। বড় দলের বিপক্ষে ম্যাচ জিতেছে তারা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেবে খালেদ মাহমুদের দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল জ ত য় দল র র জন য
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৫১ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। দুই ধাপে এ পরীক্ষা হবে—বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। এবারই প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে আবেদনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১৬২ জন। আসন রয়েছে ১ হাজার ৮৭২টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৫১ জন।
‘এ’ ইউনিটের আওতায় রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এর মধ্যে কলা অনুষদে আসন রয়েছে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ।
চলতি শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট আসন ৪ হাজার ৩২৩টি। সেখানে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। গড় হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৫৫ জন।