সিরাজগঞ্জের শাহজাদপুরে সহকারী কমিশনারের (ভূমি) নাম করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। বুধবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা বাজার, রতনকান্দি বাজার ও ডায়া বাজারের অন্তত ১৫টি দোকান থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

ভুক্তভোগীরা জানান, বুধবার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের উদ্যোক্তা মো.

সোহেল রানার মোবাইল ফোনে (০১৮৬০ ৪৯১৮৩৩) কল আসে। অপরপ্রান্ত থেকে এসিল্যান্ডের পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের দফাদার সুকুমারকে চাওয়া হয়। সুকুমারকে ফোন দেওয়া হলে বলা হয় ইউনিয়নের মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যারা টাকা দেবে তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত যাবে না। তার কথা মতো দফাদার সুকুমার নগরডালা বাজারের মিষ্টির দোকানদার সুভদ্র ও কৃষ্ণ চন্দ্র রায়কে নিয়ে গৌতম দাস, গোপেন, সন্তোষ মোদক এবং ময়না দত্তের মিষ্টির দোকান থেকে ১০ হাজার টাকা তোলেন। একইভাবে রতনকান্দি বাজার থেকে সাদ্দাম, আরিফ, জয়নাল ও লিটনের দোকান থেকে ১০ হাজার ৩শ টাকা, ডায়া বাজার থেকে ৮ হাজার ৩শ টাকা তুলে (০১৬২২৮৬৯৯৮৩) বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া হয়। টাকা পাঠানোর পর নাম্বার বন্ধ হয়ে যায়। এতে সন্দেহ হলে ভুক্তভোগীরা উপজেলা ভূমি অফিসে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানকে জানান। তিনি ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। 

সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান বলেন, প্রতারক চক্র সহজসরল দোকানদারদের কাছে এসিল্যান্ড পরিচয় ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীদের শাহজাদপুর থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ এস ল য ন ড

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ