কাজটা প্রথম লেগেই এগিয়ে রেখেছিল ইন্টার মিলান। ইতালির জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছিল।
দ্বিতীয় লেগে ইন্টারের শক্তিশালী রক্ষণ ভেঙে জিততে হতে বাভারিয়ানদের। বায়ার্ন জোড়া গোল পেলেও জিততে পারেনি। ২-২ গোলের সমতা করেছে। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠে গেছে ইনগাঘির ইন্টার মিলান।
সান সিরোতে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হ্যারি কেন গোল করে কামব্যাকের আসা জাগায়। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা করে ফেলে।
পরেই গোল করে লিড নেয় ইন্টার। গোলটি আসে ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা দল ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ৬১ মিনিটে ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন।
ওই গোলও শোধ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন এরিক ডায়ার। পরের সময়টা জাল অক্ষুন্ন রেখে শেষ চারে পা রেখেছে ইনগাঘির দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম ল ন ব য় র ন ম উন খ ইন ট র
এছাড়াও পড়ুন:
নিজের সেরা ভার্সন হতে প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শ জেনে নিন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। জীবন সম্পর্কে তার রয়েছে নিজস্ব দর্শন। এই অভিনেত্রী একটি সেমিনারে নিজের সেরা ভার্সন হওয়ার ১২টি উপায় জানিয়ে দিয়েছেন। আপনিও জেনে নিতে পারেন।
১. নিজেকে জানুন।
২. ভয় দূর করুন।
৩. কখনও মনে করবেন না যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। নতুন সুযোগ খুঁজতে থাকুন।
৪. স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৫. আপোষ করবেন না। স্বপ্ন থামিয়ে দেবেন না।
৬. বার বার ব্যর্থ হওয়ার পরে ফিনিক্স পাখির মতো সামনে তাকান।
৭. সাহসী হোন এবং ঝুঁকি গ্রহণ করুন।
৮. এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে পেছনে টেনে ধরবে না।
৯. সবাইকে সময় দেবেন না।
১০. হাসিখুশি থাকুন।
১১. যারা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে আপনিও তাদেরকে সাধ্যমত ফিরিয়ে দিন।
১২. যেখান থেকে আপনা যাত্রা শুরু করেছেন অর্থাৎ অতীত ভুলে যাবেন না।
আরো পড়ুন:
ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার
মন ভালো করার জাপানি উপায় ‘রুইকাতসু’
ঢাকা/লিপি