খালেদা জিয়া ও শফিকুরের বৈঠক নিয়ে কৌতূহল
Published: 17th, April 2025 GMT
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে মিত্র থেকে প্রতিযোগীতে পরিণত হওয়া বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বৈঠক কৌতূহল সৃষ্টি করেছে। নির্বাচনের সময়সীমা নিয়ে হঠাৎ জামায়াতের অবস্থান স্পষ্ট করা এ বৈঠকেরই ফল কিনা– এ আলোচনাও রয়েছে।
গত রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা.
দল দুটির সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে রাজনীতি, সংস্কার, নির্বাচন নিয়ে কথা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা নানা অপকর্মে যুক্ত– সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণার জন্য জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ করা হয়। যদিও জামায়াতের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বকে বলা হয়, এগুলো তাদের নিয়ন্ত্রিত নয়। ২২ বছর বিএনপির সঙ্গে রাজনীতি করেছে জামায়াত। দলটি বিএনপির শত্রু নয়।
১৯৯৯ সালে বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয় জামায়াত। একসঙ্গে সরকার পরিচালনা করা দল দুটি ২০২২ সালের ডিসেম্বরে জোট ভাঙে। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে যুগপৎ আন্দোলন করেছে তারা। শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র-জনতার অভ্যুত্থানে দুটি দলের নেতাকর্মীদেরই সর্বাত্মক অংশগ্রহণ ছিল। ৬ আগস্ট খালেদা জিয়া কারামুক্ত হওয়ার পর জামায়াত নেতারা তাঁকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে।
শেখ হাসিনার পলায়ন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এক সময়ের মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। দল দুটির নেতারা পরস্পরের কড়া সমালোচনা করছেন। জামায়াতকে একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার জন্য বিএনপি নেতারা প্রকাশ্যেই সমালোচনা করছেন। জামায়াত নেতারা বিএনপিকে আওয়ামী লীগের মতো অপকর্মে লিপ্ত দল হিসেবে আখ্যা দিচ্ছেন।
আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে জামায়াত ভোটের মাঠে সর্বাত্মক চেষ্টা করছে। নির্বাচন, সংস্কার, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণসহ প্রায় সব ইস্যুতে দল দুটির অবস্থান বিপরীতমুখী। আর্থিক খাত, পুলিশ-প্রশাসন, শিক্ষাসহ বিভিন্ন খাতে দলীয় আদর্শের ব্যক্তিদের পদায়নের লড়াই চলছে। শুধু কথার লড়াই আর বাহাস নয়, দল দুটির নেতাকর্মী বিভিন্ন স্থানে সংঘাতেও জড়িয়েছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারাও জামায়াতকে ব্যাংক দখলকারী, মোনাফেক বলে আখ্যা দেন। এর প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতারা বিএনপি নেতাকর্মীকে চাঁদাবাজ, দখলদার আখ্যা দিচ্ছেন।
এমন পরিস্থিতিতে গত রোববার খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপির চেয়ারপারসন।
গত ৪ এপ্রিল ইউরোপ সফরে যান শফিকুর রহমান। ১২ এপ্রিল যুক্তরাজ্য গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে পরের দিন দেশে ফেরেন। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ সমকালকে বলেছেন, শুধুই সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে এ ধরনের সাক্ষাৎ সম্পর্ক সুদৃঢ় করে।
রাজনীতি নিয়ে কথা হয়েছে কিনা– এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান জামায়াতের মুখপাত্র মতিউর রহমান। বিএনপির কোনো নেতাই এই বৈঠকের বিষয়ে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইউরোপ সফরের বিষয়ে জানাবেন জামায়াত আমির। গতকাল বুধবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্নের জবাব দেননি। বিএনপি এবং জামায়াতের লন্ডনে অবস্থান করা সূত্র জানিয়েছে, তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সময় আলাপ হয়েছে শফিকুর রহমানের। গত দুই দিনে তারেক রহমানের সঙ্গে কথা বলা একাধিক নেতা সমকালকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিবিরোধী প্রচারণার বিষয়ে উষ্মা জানানো হয়েছে। জামায়াতের তরফে বলা হয়, ২২ বছর একসঙ্গে রাজনীতি করার পর বিরোধিতা কাম্য নয়। দুই পক্ষের প্রতিযোগিতা থাকলেও, দূরত্ব সৃষ্টি হলে তা ক্ষতিকর।
বিএনপির দিক থেকে বলা হয়, জামায়াতবিরোধী প্রচারণা তারা শুরু করেননি। বিএনপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের বিষয়ে এখন পর্যন্ত কিছুই বলেনি। জামায়াতই বিএনপিবিরোধী জনমত সৃষ্টির চেষ্টা করছে। তারাই বলছে, আগামী দিনে আর জোট হবে না। বিএনপি এমন কিছুই বলেনি।
বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরব থাকলেও, জামায়াত এতদিন সংস্কারেই জোর দিয়েছে। তবে গতকাল জামায়াত আমির প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছেন, তাঁর দল কবে নাগাদ নির্বাচন চায়। তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে শুরু হতে যাওয়া রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাড়ে ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ বিচারের মুখোমুখি করেছে বিএনপি-জামায়াতের নেতাদের। দল দুটির কয়েকশ নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যা, গুমের শিকার হন। গ্রেপ্তার হন দুই দলের হাজার হাজার নেতাকর্মী। মামলায় আসামি হয়েছেন কয়েক লাখ নেতাকর্মী।
বিএনপির এক নেতা সমকালকে বলেছেন, দুই দলই আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার। কিন্তু জামায়াত ৫ আগস্টের পর বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা করে যেসব অপপ্রচার চালিয়েছে তাতে সম্পর্কের অবনতি হয়েছে। শীর্ষ নেতাদের সঙ্গে জামায়াতের বৈঠকের বিষয়টি দেশে থাকা বিএনপি নেতারা জানতেন না। বৈঠকে কী আলোচনা হয়েছে– তা এখনও পরিষ্কার নয়। শীর্ষ নেতৃত্বের নির্দেশনা পাওয়ার পরই এ বিষয়ে কথা বলা যাবে; জানা যাবে, জামায়াতের বিষয়ে অবস্থানের বদল হয় কিনা।
জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেছেন, কখনোই বিএনপিকে প্রকাশ্যে নাজেহাল করা হয়নি। বিএনপি সন্দেহ করে, সরকার এবং এনসিপির সঙ্গে মিলে জামায়াত নির্বাচন বিলম্বিত করতে চাইছে– এ অমূলক ধারণা থেকেই সম্পর্কের অবনতি। বিএনপি সমালোচনা শুরু করায়, জামায়াতকেও মুখ খুলতে হয়েছে। লন্ডনের বৈঠকে কী আলাপ হয়েছে– তা জানার পরই বলা যাবে বিএনপির বিষয়ে জামায়াত আগামীতে কোন অবস্থানে থাকবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন ত ত র ক রহম ন র ন ত কর ম দল দ ট র অবস থ ন ব এনপ র বল ছ ন র জন ত আওয় ম সরক র
এছাড়াও পড়ুন:
নিজের সেরা ভার্সন হতে প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শ জেনে নিন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। জীবন সম্পর্কে তার রয়েছে নিজস্ব দর্শন। এই অভিনেত্রী একটি সেমিনারে নিজের সেরা ভার্সন হওয়ার ১২টি উপায় জানিয়ে দিয়েছেন। আপনিও জেনে নিতে পারেন।
১. নিজেকে জানুন।
২. ভয় দূর করুন।
৩. কখনও মনে করবেন না যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। নতুন সুযোগ খুঁজতে থাকুন।
৪. স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৫. আপোষ করবেন না। স্বপ্ন থামিয়ে দেবেন না।
৬. বার বার ব্যর্থ হওয়ার পরে ফিনিক্স পাখির মতো সামনে তাকান।
৭. সাহসী হোন এবং ঝুঁকি গ্রহণ করুন।
৮. এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে পেছনে টেনে ধরবে না।
৯. সবাইকে সময় দেবেন না।
১০. হাসিখুশি থাকুন।
১১. যারা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে আপনিও তাদেরকে সাধ্যমত ফিরিয়ে দিন।
১২. যেখান থেকে আপনা যাত্রা শুরু করেছেন অর্থাৎ অতীত ভুলে যাবেন না।
আরো পড়ুন:
ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার
মন ভালো করার জাপানি উপায় ‘রুইকাতসু’
ঢাকা/লিপি